আসসালামু ওয়ালাইকুম,
আমাদের সেমিস্টার ফাইনাল শেষ হল গতকাল। বেশ কিছু দিন পর এখানে আবার লিখছি। প্রথম লেখা দেবার পর অনেকের অনেক মন্তব্য পেলাম। কারো কারো মন্তব্য দেখে অনেক ভাল লেগেছে, আবার কিছু কিছু মন্তব্য দেখে মনে একটু খটকাও লেগেছে। এখানে লেখা দেয়ার পর বেশ কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয়েছি, যেমন একটা- বলগায়ে যান, আবার একজন আমার নাম সংক্ষেপে লিখেছেন- শা.সু. ব্যাপারটা বেশ মজার। যাই হোক যারা উৎসাহ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটম ভাই এর সুমন্তব্যের জন্য প্রোফাইলের ছবিটা বদলালাম।
ইউনিভার্সিটি বেশ কিছু দিনের জন্য বন্ধ। এই সময়টা কিভাবে কাটাবো ভাবছি।
সবাই দোয়া রাখবেন।
-সুমি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৯