প্রতিবার ঈদেই ভারতীয় সিনেমার গানের নামানুসারে এই দেশে জামাকাপড় পাওয়া যায় । কেমন হতো যদি আমাদের দেশের গানের নাম দিয়ে পোশাক হতো । অনেক চিন্তাভাবনার পর কিছু নাম পেলাম-
১) টুনির মা শাড়ী
২) নান্টু ঘটক পান্জাবী
৩) মরার কোকিল সালোয়ার
...৪) যৌবন আমার লাল টমেটো লেহেঙ্গা
৫) ফাইট্টা যায় হাফপ্যান্ট
৬) ডিস্কো বান্দর টি-শার্ট
৭) নীল দরিয়া থ্রিপিছ
৮) বাবুরাম সাপুড়ে লুঙ্গি
৯) সোনামিয়ার জাইঙ্গা
১০) শক্তিমান পুরুশ আণ্ডাঅয়ার
১১) কোটি টাকার জাইঙ্গা
কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে এখানে একটা গুতা আশা করি।
**শেষের কয়েকটি ধার করা নাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


