পরিচিত অনেকেই বলে আগের মত ঈদের আনন্দ আর নেই, আমার মতে, আনন্দ ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক, আগে, মানে ছোট বেলায় ঈদে আনন্দ লাগত এখন আর লাগে না, ঈদের আনন্দটা কি হাতে ধরা ছোয়া যায় এমন কোন জিনিষ যে আগের ছোট বেলার ঈদগুলোতে বেশি বেশি আসতো, এখন কম কম আসে?
আমি নিজে যেটা চিন্তা করি যে, আনন্দটা ঠিকই আছে, শুধু আমাদের চিন্তা-ভাবনা, অনুভুতিটা বদলেছে, আমারা যদি ছোট বেলার মত চিন্তা-ভাবনা, অনুভুতিটাকে ফিরি্য়ে আনতে পারি, আমাদের আনন্দ গুলোও ফিরে আসবে, এটাই আমার বিশ্বাস।
আগের দিনগুলোতে আমি যেমন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মজা পাইতাম, এখনো তাই পাই, এর মধ্যে কিছু বন্ধু হারিয়ে গেছে, কিছু নতুন যোগ হয়েছে, কিন্তু আমাদের আনন্দ একটুও কমে নাই, কারণ আমাদের চিন্তা-ভাবনা বদল করি নাই, কোন একটা উপলক্ষে আমাদের অনুভুতিটা আগের মতই আছে, আমারা আগের মতই আছি এবং থাকতে চাই, সারাজীবন সব বন্ধুদের সাথে, সাবার সাথে নিজেকে ভাগাভাগি করে।
-সবাইকে ঈদের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




