মধ্য মার্চ দুই হাজার নয়ে রাত মাত্র সাড়ে আটটায় যখন হটাৎ ঘটা অন্যায়ের মতো রাত্র বারোটা বাজে
অথচ তোমার অক্লান্ত ঘৃণার অর্থহীনতা ফুরায় না
যেন উস্কানির ফোয়ারা, যেন তোমার উপরো বর্তেছে দৈব দ্বায়িত্ব
তখন তোমাকে আর সুন্দর লাগে না
বিদ্যুৎহীন রাজপথে কোনো রাখাল বালককেই আর তখন সুন্দর লাগে না
তখন তোমার ফস্ করে ধরানো সিগারেটের আলোয় খুব বেশি পর লাগে
মনে হয় না কেনো পেলাম না অগোছালো বারান্দা দিয়ে উঁকি মারা আলনা
মনে হয় তোমার মত ষড়যন্ত্রীকে আরো আগে কেনো খুন করিনি
উৎসর্গ: ফিউশন ফাইভ ও অন্যান্যদের বিডিআর গুজবকে
২।৫।০৯
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




