স্মৃতি বিজরিত পথের শেষ বেলায়
তোমার সনে দেখা
প্রথম দেখা আমার প্রথম ভালবাসা
লাজুক চেহারার মিষ্টি চাহুনি,আর
মন ভুলানো হাসি ; ইচ্ছে করে
তেমনি করে সারাটা জীবন ভালবাসি ।
ইচ্ছে করে স্বর্গটাকে নিচে নামাই
স্বর্গ থেকে সামান্য কিছু সুখ নিয়ে
তোমার আমার সুখের সংসার বানাই.
© আ.আ.মামুন.জুয়েল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




