প্রথমেই এই দিনের ইতিহাস
'রোমান সম্রাট ক্লডিয়াস ২ (মে ২১৩—জানুয়ারি ২৭০) সেনাবাহিনীতে লোকবল বাড়াচ্ছেন। হঠাৎ তিনি ঘোষণা দিলেন, কোনো যুবক আর বিয়ে করতে পারবে না। এই অদ্ভুত ঘোষণার বিরোধিতা করে সন্ত ভ্যালেন্টাইন গোপনে যুবকদের বিয়ের আয়োজন চালিয়ে যেতে লাগলেন। একসময় ধরা পড়ে গেলেন ভ্যালেন্টাইন, নিক্ষিপ্ত হলেন কারাগারে। এর মধ্যে ভ্যালেন্টাইন মনে মনে ভালোবেসে ফেলেছেন কারারক্ষীর মেয়েটিকে। এর কিছুদিন পর ১৪ ফেব্রুয়ারি সম্রাটের নির্দেশে ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করা হয়। কথিত আছে, ওই দিনই প্রথম তিনি মেয়েটিকে এক চিঠিতে জানান তাঁর ভালোবাসার কথা। চিঠির নিচে লেখেন, ‘ইতি, তোমারই ভ্যালেন্টাইন’।
প্রায় ১৭০০ বছর আগে ঘটে যাওয়া এই দিনটিকে ইউরোপে পরিচিত করে তোলেন জিওফ্রে চসার চতুর্দশ শতকে। ধীরে ধীরে এর ব্যাপ্তি ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে পৌঁছায় চীন, জাপান, ভারত ও বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশেও।
প্রথমেই বাংলা গান
সেই চির চেনা গান ভালোবাসি ভালোবাসি
অটোগ্রাফ মুভি থেকে গান আমাকে আমার মতন থাকতে দাও
টি ডাব্লিউ সৈনিকের তুমি আমার ঘুম
জাগো মুভির রোমান্টিক একটা গান পথে চলতে পথে চলতে
এইবার ইংরেজী গান
যেই গানটির কথা না বললেই নয়
এনরিক ইগলসিয়াসের হিরো ভিডিও না দেখলে মিস করবেন ।
টেইলর সুফইট এর লাভ স্টোরী
নতুন গান ক্রিস্টিনা পেরীর এ থাউসেন্ড ইয়ার
ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




