বাংলাদেশে কিছু দিনের মধ্যে বাংলায় ইন্টারনেট ডোমেইন নেম চালু হতে যাচ্ছে।
গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলা ডোমেইন নেমের জন্য এর নিয়ন্ত্রক সংস্থার কাছে সরকারের পক্ষ থেকে আবেদন করেছিলেন।
bangla domain name
বাংলা ডোমেইন নেম চালু হলে বাংলাতেই লেখা যাবে ওয়েব ঠিকানা।
বাংলা ডোমেইন নাম আসলে কি?
http://www.bbcbangla.com ওয়েব সাইটে আসার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, ইন্টারনেট ব্রাউজারে ইংরেজিতে এ ঠিকানাটি লিখতে হয়।
ওই ঠিকানাই হলো ডোমেইন নেম।
সরকার এখন যে বাংলা ডোমেইন নেম চালু করার কথা বলছে, সেটি হওয়ার পর ইংরেজির পরিবর্তে বাংলাতেই লেখা যাবে ওয়েব ঠিকানা।
একে অনলাইনে বাংলা ভাষার ক্ষেত্রে একটি অগ্রগতি বলে মনে করছে সরকার।
কিন্তু এতে করে কতটা লাভবান হবে বাংলাদেশের মানুষ এ নিয়ে শুনুন রাসেল মাহমুদের প্রতিবেদন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



