আমাদের জীবনে চলার পথে ছোট বড় অনেক মজার ঘটনা ঘটে থাকে । আমিও আমার জীবনে ঘটে যাওয়া একটি ছোট মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি.......................
গত পরশু রাতে বাসাই ফিরছিলাম আমি, আম্মু , আব্বু, ভাইয়া এমন সময় মোবাইলে কল বেপার কি এত রাতে আমার মোবাইলে কল মোবাইলটা হাতে নিয়ে দেখি বিএফ এর কল .........বার বার কল করছে উফফফফফফফফফফ কি যে করি ...... ভয় করছে মেজাজ টাও খুব খারাপ হয়ে গেল ভাইয়া জিগাসা করছে কি রে কার কল রিসিভ করিস না কেন .... না ভাইয়া আমার একটা ফ্রেন্ড এর কল ........রিসিভ করিস না কেন .......না তিন্নি ফাজলামি করছে.....ও আচ্ছা .....তারপর হাটছি আমি সবার পিছে ওকে একটা এসএমএস করলাম .....যে, আমাকে কল করো না ..........আমি হাটছি আমার সায়াটা সামনের দিকে আসছে । আমি আমার সায়াটা দেখে ভয় পেয়ে যায় ভেবেছি ও বুঝি আমার পিছে । পিছে তাকাতেই কিছুই না .....আবারও ভাইয়া কি রে পিছে কি করছিস ..........না ভাইয়া কিছু না.........এই বলে আমি জলদি করে হেটে সবার আগে চলে যায় ..............হাটছি মনে ভয় নিয়ে যদি ও আবার কল দেই.............হাটছি হাটছি...... ৫মিনিট পর আবারও কল এবার তো মেজাজটা খুব খারাপ হয়ে গেছে .....বেগ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলে কল আসেনি ......তাহলে কিসের মিউজিক পাশে তাকাতেই দেখি একটা পিচ্চির খেলনার মিউজিক..............তখন মনে মনে হাসছি র বলছি ''হায় রে ভালোবাসা''
আমি এই প্রথম লিখছি আমার লিখাই বানান ভুল বা লিখার নমুনা ভুল থাকলে তা ধরিয়ে দিবেন ........আর তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



