বর্তমানে বাসে বা কোন পাবলিক ট্রান্সপোর্টে কেও আর নিরাপদ না। না আমি সড়ক দুর্ঘটনার কথা বলছি না। আমি আধুনিক উপায়ে ছিনতাই এর কথা বলছি।
এতদিন দেখা গেছে মানুষকে কিছু খাইয়িয়ে অজ্ঞান করে, তার টাকা পয়সা এবং মোবাইল নিয়ে যায়। তো আমারা সাবধান হলাম। বাসে বা যাত্রা পথে বাইরের খাবার খাওয়া বাদ দিলাম। তার পর মলম পার্টি আসল । তারা সিএনজি বা মাইক্রোতে সহযাত্রীর চোখে মলম লাগিয়ে দেয় এবং ছিনতাই করে। তাই আমরা সকলে বাসে চলাচল শুরু করলাম। কারন এতে এত মানুষের মধ্যে চোখে মলম দেয়া স্মভব না।
কিন্তু ছিনতাইকারীরা আর একধাপ এগিয়ে গিয়েছে। তারা এখন বাসের যাত্রী হিসেবে উঠে। পাশের সিটের যাত্রীকে chloroform জাতিয় মেডিসিন শুকিয়ে অজ্ঞান করে ফেলে। মোটামোটি বাস ভর্তি মানুষের সামনে একজন মানুষের টাকা পয়সা এবং মোবাইল নিয়ে যায়, কিন্তু কেও তা বুঝতেও পারে না। কারন বাসে বসে অনেকেরই ঘুমানোর অভ্যাস আছে।
আজকে এমনই একটি ঘটনা ঘটেছে মিরপুর -১৪ মিনিসার্ভিস বাসে। আমি আর আর আমার এক বন্ধু বনানী থেকে মিরপুর আসছিলাম। আমাদের এক সিট সামনে থেকে এক যাত্রি থেকে ছিনতাই হয়ে গেছে যা আমরা বুঝতেই পারি নি। যদিও কয়েকটি ছেলের সাহসিকতায় ওই ছিনতাইকারী কে ধরা গেছে।
কিন্তু আমি এখন আসলেই চিন্তিত যে আমাদের এর পর কি বাসে উঠাও বন্ধ করে দিতে হবে নাকি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




