ভাইরে কি আর কমু দুঃখে্র কথা, আমি চালাই বাংলালায়ন ৫১২ কেবিপিএস আনলিমিটেড, দিনে বাসায় থাকা হয়না তাই রাতে আইসা নেট চালাই । রাত ১০টা পর্যন্ত ঠিকই স্পিড পাই, শালার ১০টার পরেই স্পীড পাই ১৫৬ কেবিপিএস
যাইহোক আজগা কানতে কানতে দিলাম ফোন আউজগা কইলো আসল কথা, কয় আমি নাকি ৩০ মিনিটে ৭৮ এমবি ডাউনলোড করছি তাই আমারে ফেয়ার ইউসেজ পলিসিতে ফালাইছে, এর লাইগগা সকালে ঠিক হইবো । আমি কইলাম হায় হায় আমিতো বাসায় আইসা নেট পাইছি ২০ মিনিট কারেন্টই ছিলোনা, দিলো আমারে এক ধমক কয় আমি দেখতেছি আপনে করছেন :
বাংলালায়নরে নিয়া একটা কবিতা লিখছিলাম ওগো গ্রুপে, পরে ব্লক খাইছিলামঃ
বাংলালায়ন বাংলালায়ন আমাগো দেও বাঁশ
কয়দিন পর তুলে নেবো তোমার চামড়ার আঁশ ।
সুন্দরী মাইয়া দিয়া চালাও কাস্টমার কেয়ার
আমারা খাই পুটকি মারা, খাই আবার ফেয়ার ।
হ্যালো স্যার, ওকে স্যার কেন মিছিমিছি
বাংলালায়ন লাইন কিনে, বিষ তুলে নিছি
কুত্তারবাচ্চা তোগো কাছে একটাই দোহাই
তাড়াতাড়ি বাংলা ছাড়, পাবিনা আর রেহাই ।
আপনাগো কারো এই সমস্যা হয় ?? একটু শেয়ার করেন, তাইলে বুঝতে পারতাম আসলে কি হইতাছে...কিছুদিন পর ব্রডব্যান্ড নিয়ে নিবো (আহা কতইনা সুখের ছিলো আমার ব্রডব্যান্ডবেলা
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




