ইদানিং টিভির টকসোতে কিংবা সভাসেমিনারে্ কিছু নেতা/পাতিনেতাদের বলতে শুনি দেশের মানুষ শান্তিতে আছে। জাতি নির্বাচন চায় না। খালেদার সাথে কোন জনগন নাই এমনকি তার নেতাকর্মীরাও নাই। আবার দেশের প্রতি দরদে চেখের জলও ফেলতে দেখি।
আজকাল টিভিতে এসব দেখলে গা ঘিনঘিন করে। ভমি আসে মনে হয় ওরা মানুষ না------।
ওহে ভন্ডরা তোমরা কোনদেশের মানুষের কথা বলছো যারা শান্তিতে আছে। কোন জাতি নির্বাচন চায়না। ওই দেশটা আমার বাংলাদেশের কোন দিকে ওই জাতিটার নাম কি। ওরা কি দুই পায়ে হাটে। ওরা কি ভাত খায়। ওরা কোথায় খাকে। ওরাকি কথা বলে। জানতে বরই মন চায়। ওদের দেখতে মন আন চান করে।
আজ একটা লেখা লিখতে গিয়ে বার বার মুছে ফেলি না আবার গুম হয়ে যাই। আমার সন্তানদের কি হবে এই ভেবে।
যদি দেশে এতই শান্তি থাকে তবে কেন ওরা বাসায় ঘুমায় না। পলিয়ে বেরাতে হয়। জেলের ভয়ে নয় গুম হয়ে যাওয়ার ভায়ে। ওরা কি মানুষ না্। ওরা কি?। আজতোমরা মারছো ভালভাবে থাকার জন্যতো?। যদি তাই হয়। তবে তেমরা তো যানো কত লোক তোমাদের ভোট দিয়েছে তাদের রেখে সবাইকে এক রতে গুম করে দাও।
খালেদার সাথে কোন লোক নাই এটা তোমরা বল কিন্তু কতটা বিশ্বাস কর। আর যদি বিশ্বাস না কর তবে কেন ভন্ডামী কর। বিশ্বাস করলে এখইতো নির্বাচনের শ্রেষ্ট সময়। দেশকে একদলে পরিনত করার এমন সময় আর কখনই পাবেনা তবে নির্বাচনের ভয় কেন।
দেশকে যদি ভালবাস তবে ১ লক্ষ ২০ হাজার কোটি কাটা ক্ষতির পরও কেন গদিটা আকরে ধরে আছো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





