আজকাল সামহোয়ারে ঢু দিলে শুধু মুক্তিযুদ্ধের খবর, কবে কোথায় কি ঘটে ছিল এসব গল্প,প্রথম প্রথম ভালই লাগত, এখন আর পরা হয় না।একই সাবজেক্ট সব সময় ভালও লাগে না। এই ব্লগে ৭১ এর কোন মুক্তিযোদ্ধা ব্লগার আছেন কি না জানা নেই, যদি থাকেন তবে তার কাছে আমার প্রশ্ন '৭১ এর ডিসেম্বরে কি যুদ্ধ শেষ হয়েছিল নাকি যুদ্ধ শুরু হয়েছিল? ব্লগে কেউ স্বাধীনতা বিরুধী কিছু লিখলে সাথে সাথে আমাদের ব্লগার মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পরে। শুরু করে দেয় কপি-পেস্ট। আক্রমন,প্রতি আক্রমন-ব্লগের পরিবেশটাই শুধু নষ্ট হয়।যে জেগে জেগে ঘুমায়,তার কি ঘুম ভাঙ্গানো অত সহজ?তবে এও ঠিক আমাদের ব্লগার মুক্তিযোদ্ধারা যা করছেন,ঠিকই করছেন। মাঝে মাঝে ব্লগে আমাদের রাজনীতিবীদদের ছায়া দেখতে পাই যারা শুধু মন্ঞে,সভা-সমিতিতে দেশোদ্ধারে ব্যস্থ,মুক্তিযুদ্ধের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য কর্কশ গলায় চিৎকার করে। কে জানে কবে জানি মনে হয় সামহোয়েরের পরিবেশ এরকম হয়ে যাব-আজ দেশের যে রকম অবস্থা। সামহোয়েরের পোষ্টগুলো পড়লে মনে হয় এই দেশেই এই ইলেক্ট্রনিক পর্দায় ফুটে উঠছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




