আর মাত্র একটি দিন।
আগামীকাল, মঙ্গলবার হবে অন্বীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন।
সবাইকে আমন্ত্রণ।
EME-এর ৫ম তলায় হবে অনুষ্ঠান।
অনুষ্ঠান আর কী??
মোড়ক উন্মোচন করবেন স্যাররা। মোড়ক আর কী উন্মোচিত হবে?? এখানেই তো আগে থেকে সবাই দেখতে পাচ্ছে!!!
তা-ও অনুষ্ঠান। সবাই আসবে।
যারা অভিমান করেছে তারাও আসবে। যাদের জানানো হয়নি প্রথম কপি আসার পর তারাও এসো। যারা এসেছিলে তারাও এসো।
এ অনুষ্ঠান সবার। যারা cse day- এর অনুষ্ঠানের নেপথ্যে ছিল তাদের, যারা শুধু অনুষ্ঠান দেখেছে cse dept. -এর সেই সব student-দের, যারা অনুষ্ঠান দেখতে পারেনি তাদেরও।
দেখা হবে কাল। বেলা ১০ টায়।
কথা রইল।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





