
মনটা করি পবিত্র, গড়তে মোদের চরিত্র।
চাঁদাবাজী, সন্ত্রাস করে দেশের সর্বনাস।
ক্যাডার চাইনা মানুষ গড়ো, দলের চেয়ে দেশ বড়।
সবার জন্য অধিকার, শিক্ষা স্বাস্থ্য সুবিচার।
দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ।
এখন থেকে লক্ষ্য হোক, যোগ্য জায়গায় যোগ্য লোক।"
একদিন ইউটিউবে মেরিল-প্রথম আলোর পুরাতন পর্ব দেখছিলাম। সেখান অনুষ্ঠানের অংশ হিসেবে স্টেজ মিছিলে উপরের স্লোগানগুলো দেয়া হয়। কথাগুলো ভালোলাগায় টাইপ করেছিলাম। বড় আফসোস এর বিষয়, যুগ আধুনিক হলেও আমাদের মিছিলের স্লোগানের ভাষা আপডেট হয় নি। এখনও আমরা পড়ে আছি ৭০এর দশকের জ্বালাও পোড়াও সহ সহিংস শব্দে। মিছিলের কিছু ভাষা শুনলে বড়ই বিরক্তি ধরে।
আরেকটা বিরক্তিকর ব্যাপার হল: কিছু একটা হলেই মহাসড়ক/রাস্তা অবরোধ করে বিচার দাবী করা। সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ অবস্যই করতে হবে। হত্যা, ধর্ষণ, অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে সবাইকেই সোচ্চার হতে হবে। কিন্তু তাই বলে প্রতিবাদের জন্য রাস্তা বন্ধ করে যান চলাচলে সমস্যা তৈরী করা, সাধারণ মানুষকে দূর্ভোগে ফেলাটা কতখানি যুক্তিযুক্ত? আমার তো বড় বিরক্তি লাগে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




