এখন টিভি চ্যানেল খুললেই সুনির্দিষ্ট কিছু শিক্ষকের মুখ চোখে পড়ে । যেকোনো বিষয়ের টকশোতে তারা তাদের 'বিশেষজ্ঞ' মতামত দিয়ে থাকেন
দর্শক তা মুগ্ধচোখে দেখেন ও মুগ্ধকর্ণে শোনেন ।
টকশো-শিক্ষকরা নির্ধারিত ২০ মিনিটের মধ্যে দেশে কয়েকবার আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতা উদ্ধার করে ফেলেন ।
এবং দর্শক তৃপ্তচিত্তে মনে করেন, ওনাদের চেয়ে সত্ ও জ্ঞানী ব্যক্তি ধরাধামে আর নেই ।
কিন্তু কেউ কি খোঁজ নিয়ে দেখেছেন, তিনি তার 'আসল কাজ'টি করছেন কি না?
অর্থাত্ তিনি তার ডিপার্টমেন্টে আদৌ কোনো ক্লাস নিচ্ছেন কি না?
এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের 'প্রথিতযশা' ও 'জনপ্রিয়' শিক্ষকরা তাদের বসতবাড়ি গড়ে নিয়েছেন টিভিচ্যানেলে, আর তাদের অনুপস্থিতিতে ক্লাস নিচ্ছেন পাগল ও শিশুরা (যাদের কারো কারো বিষয়ভিত্তিক ন্যূনতম জ্ঞানটুকু দূরে থাক, একটি বাক্য গুছিয়ে বলার মতো যোগ্যতাও নেই)!
পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাজ কী?
ক্লাস নেয়া নাকি নিজের ডিপার্টমেন্টের ৫টা ইয়ারের কোনো ইয়ারের কোনো ক্লাস না নিয়ে প্রতিদিন-
১) ৩টা চ্যানেলে টকশো,
২) ২টা পত্রিকায় গোলটেবিল বৈঠক,
৩) ৪টা সেমিনারে বক্তৃতা
৪) আর ৫টা পত্রিকায় কলাম/গল্প লিখে দেশোদ্ধার করা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




