সম্প্রতি রামুতে জামাত শিবিরের বর্বরতার ঘটনায় , বি এন পি একটি তদন্ত কমিটি গঠন করে এটা সকলেরই জানা । কিন্তু প্রশ্ন হলো , একটা তদন্ত কমিটি মাত্র কয়েক ঘন্টায় কিভাবে রিপোর্ট তৈরী করতে সমর্থ হয় ?
তদন্ত কমিটিতে কারা কারা ছিলো ?
সবথেকে বড় কথা একদিক দিয়ে নিজামী গু আজমদের কোলে নিয়ে বেগম জিয়া কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার তদন্ত করতে বলে ?
বি এন পি যখন ক্ষমতায় ছিলো , তখন রামুর মত ঘটনা তো দেশে প্রায় প্রতিদিনই ঘটতো , তখন কেনো এসব কোন ঘটনার তদন্ত কমিটি গঠিত হয় নাই ?
সবশেষ শুধু একটা কথাই বলবো , বি এন পির মত নির্লজ্জ এবং ভন্ড রাজনৈতিক দলের থেকে যেন এই দেশ রক্ষা পায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




