আমার একটা বন্ধু হোক
আমার একটা বন্ধু হোক —
নামে নয়, সে কাজের হোক।
হাসির ছলে কিছু সুখ নিক।
বেদনায়ও কিছু ভাগ দিক।
ক্লাসে পাশের সিট রাখুক।
আমার টিফিন সে মাখুক।
খেলার মাঠে আমার সাথী হোক।
বিপদে-আপদে পাশে থাকুক।
আমার জামা হবে তার
তার জুতোও হবে আমার।
আমার গোপনীয়তা সে জানুক।
তা রক্ষায় সব মানুক।
সে আমার বন্ধু হোক
তবে নামে নয়; সে কাজের হোক।
বন্ধুর মত... বাকিটুকু পড়ুন



