
একদিন আমিও ভীষণ রকম ব্যস্ত হয়ে যাবো,
সব কিছুতেই মানিয়ে নিয়ে বাঁচতে শিখে যাবো.!
নিজের সাথেই খোশগল্পে মগ্ন হয়ে রবো,
নিজেই নিজের খু'নসুটি দেখে হাসতে শিখে যাবো.।
কারণ ছাড়াই নদীর মতো শান্ত হয়ে যাবো,
নিজেকে সব ভীড় এড়িয়ে আঁড়াল করে নেবো.!
একদিন একা একা বাঁচার মাঝেই তৃপ্তি খুঁজে পাবো,
সেদিন পৃথিবীর সব নিয়ম ভে'ঙে একলাই রয়ে যাবো।
ফরহাদ ইসলাম আপন
ফেসবুক
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


