somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

আমার পরিসংখ্যান

কৃষ্ণ কমল দাস
quote icon
ছাত্র,ইংরেজি বিভাগ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

গ্রহন

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৩

তোমার আর আমার মাঝে
দূরত্ব এক মহাসাগর নয়
দূরত্ব শুধু একটি নিঃশ্বাসের

আমি যখন তোমার কাছে আসবো
তুমি আমাকে গ্রহন করবো তো?
আমাকে আপন করবে তো?
তুমি ছাড়া যে আমার
নেই কেউ পরিচিত
আমি ভীত আবার আনন্দিত।


বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

রহস্যহীনা কবিতা

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৬

আমি তো কবিতা লিখি না,
কবিতা নিয়া খাই,ঘুমাই ,খেলি
এই সব করতে করতে
কবিতার লগে ভাব হয়
ভাবের পর হয় প্রেম।

প্রেমে মত্ত কবিতা তার
সব রহস্য খুলে ধরে আমার কাছে
অনুগত আমি কবিতার
সব রহস্য ধারন করি।

তারপর কবিতা আমার বসে থাকে
আমি কবিতা নিয়া খাই,ঘুমাই, খেলি।

কবিতা হয় পুতুল, হয় আলো ছাড়া বাতি
রহস্যহীন কবিতা হয় আত্মঘাতী।

(রহস্য ছাড়া... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

আমায় প্রেমে ফেলো না

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০১

আমি তোমার প্রেমে পড়লে
আমায় কিন্তু থামাতে পারবেনা
ঠিক যেমন মেঘ থেকে খসে পড়া
বৃষ্টিকে কেউ থামাতে পারেনা।

এমন ভাবে তোমাতে পতিত হবো
যেন পাহাড় চিড়ে ঝরনা বয়
প্রেমে পড়লে সত্যি বলছি
আমার এমন এ হয়।

তুমি কিন্তু আমায় বাঁধা
দিতে পারবো না কারন,
প্রেমে পড়লে আমি অদম্য নদী
তোমার হৃদয় বক্ষেই হবে আমার গতি।

তাই বলছি আমায় প্রেমে ফেলো... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

বলো তুমি কি চাও?

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

আমি তোমার
একা বিকেলের মিষ্টি রোদ হতে চাই
মিষ্টি রোদ হয়ে তোমায় ছুঁয়ে দিতে চাই।

আমি তোমার
কফির কাপের উত্তাপ হতে চাই
উত্তাপ হয়ে তোমার ঠোট ছুঁয়ে দিতে চাই।

আমি তোমার
একা রাতের স্বপ্ন হতে চাই
স্বপ্ন হয়ে তোমার কল্পনাগুলো কে ছুঁয়ে দিতে চাই।

আমি তোমার
মন খারাপের কান্না হতে চাই
কান্না হয়ে তোমার দুঃখগুলো কে ছুঁয়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

এভাবে বিদায় কেন জানাতে হবে?

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:০৪

জানো, কিনে আনলাম
লাল রঙ মুঠোভরে,
তোমায় রাঙাবো বলে

তুমি যে আগেই রঙিন হয়ে
রক্ত বর্ণ বসনে দাড়ালে
আমার মুঠোভরা হাতদুটো
অজান্তেই চলে গেলো আড়ালে।

লাল যে এতটা লাল হয়
তোমাকে না দেখলে
আমি হয়ত জানতাম এ না

এই লাল আমার চোখ
জ্বালিয়ে দিচ্ছে ভীষন
এতটা লাল কেন
তোমার বিদায়ের আসন?

এভাবে বিদায় কেন জানাতে হবে?
এভাবে বিদায় বন্ধ হবে কবে?


বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

তোমায় ভালোবাসি না অনেক দিন

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০

তোমাকে ভালোবাসতে
আমারও মন কাঁদো
কিন্তু কি করবো বল
আমি যে পড়েছি সমাজের ফাঁদে।

তুমি আর আমি ছোট্ট ঘরে
পাতাতাম ছোট্ট এক বাসা
তুমি আর আমি ছাড়া
সবাই চাইলো বাড়িটা হবে খাসা।

মা -বাবা, শশুর - শাশুড়ি
সবাই চায় রাজবাড়ি
তার লোভে দেশ আর
তোমার সাথে হলো আড়ি।

খাসা ঘর আর খাসা জীবন
এই সবের আশায় আমি প্রবাসী
তুমি পথ চেয়ে বসে আছো
আমি কখন... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

মন

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

তুই বলতে পারিস?
আমি তোর হাত দুটো
পারি না কেন ছুঁতে?
কারন তোর হাত দুটো
এখন অন্য কারো হাতে;

সে তোর হাত দুটো নিয়ে
প্রেম প্রেম খেলায় মাতে,

ব্যাপারটা আমার ভালো লাগে না
রাগ হয় ভীষণ,

মন চায় তোকে করি শাসন,

কিন্তু আমার না শুধু
ভালোবাসার অধিকার আছে
নেই শাসনের।

শাসন করতে নাকি লাগে আসন
আসন পেতে লাগে ভালোবাসোন।

বড় দোটানাতে আছি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

অভিন্ন অভাব

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

তোমাকে খুব অাদর
করতে চাইছে মন
তোমার দেখা পাবো বলে
তোমার গলিতে আছি অনেকক্ষণ।

গলির কুকুরও খুব
খুব অাদরে মগ্ন
অামাকে দেখে তাদের
লাগছে খুব অসংলগ্ন।

কখন আসবে বলো না
কখন হবে অপেক্ষা অবসান
তোমার আদরের অপেক্ষায়
হৃদয় করছে অনচান।

আমার কি মনে হয় জানো?

তুমি আর আমি দুই
সৃষ্টিকর্তার বিপরীত সৃষ্টি
তুমি আকাশ হলে আমি মাটি
তুমি রৌদ্র হলে আমি বৃষ্টি।

হয়ত ভিন্ন আমাদের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

শেষ বিদায়

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

তুমি এলে, তোমার
হাসিমাখা মুখখানি নিয়ে
তোমার কাছে আসলো
না, কেউ মৃত্যু ভয়ে।

তোমার সঙ্গী হলো
সাদা কাফনে চার দেবদূত,
যাদের তুমি কখনো দেখোনি
ব্যাপার টা লাগছে অদ্ভুত।

তোমার প্রিয়তমা,
কাঁদছে কম, ভয় পাচ্ছে বেশি
এর চেয়ে তুমি বেশি খুশি হতে
যদি হতো তোমার ফাঁসি।

তোমাকে শেষ বিদায়
জানাতে আমি এসেছি
আমি হয়ত আমার চেয়ে
তোমাকে বেশি ভালোবাসি।

মৃত্যু তো সবার হবে
তবুও কেন এত অভিনয়?
তোমার জানাজায়... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

----------

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ১৩ ই মে, ২০২০ সকাল ৯:২১

আমার আর আপনার মধ্যে কিসের বিভেদ?

আপনার জন্য যে সূর্য উঠে
আমারজন্যও সেই একই সূর্য উঠে। আপনি যে চাঁদ দেখেন
আমিও সেই একই চাঁদ দেখি। আপনি যে আকাশ তলে থাকেন, আমিও সেই একই আকাশ তলে থাকি। যে অক্সিজেনে আপনি শ্বাস নেন সেই একই অক্সিজেনে আমিও শ্বাস নেই। আপনি পৃথিবীতে থাকেন, আমিও... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

---

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৩ রা মে, ২০২০ সকাল ৮:১৭

তপ্ত ভূমিও বৃষ্টিতে এক সময় শান্ত হয়। প্রচণ্ড বৃষ্টিও মিষ্টি রোদের আলোয় অদৃশ্য হয়। বর্ষায় পূর্ণ জলাধারও শীতে শূন্য হয়।সকালের শিশিরও দুপুরে উড়ে যায়। প্রচণ্ড অবহেলাও শক্তিতে পরিণত হয়। খুব ভালোবাসাও ঘৃণায় মলিন হয়। মৃত্যুও জন্মের দ্বারা পূর্ণ হয়। কষ্টও এক সময় সুখে রূপ নেয়। যৌবনও সময়ের স্রোতে বার্ধক্যতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

---

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০১ লা মে, ২০২০ সকাল ১১:৩১

এই আকাশ আর তুমি
খুবই দূরে
এই আমি আর পুকুর
দুঃখ মুড়ে।

এই জল আর আলো
খুবই এলোমেলো
এই আমি আর ঘাট
চলন্ত রাত।

এই তারা আর চাঁদ
মেঘে ঢাকা
এই আমি আর রাত
খুবই একা। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

অনুভূতির কবিতা

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৯

অনুভূতি কি বাতাসে উড়ে
না আগুনে পোড়ে
সময়ের সাথে হয়ত
মোর তার ঘুরে

মোর ঘুরে যদি
বেচারা পড়ে খাদে
স্মৃতি গুলো ঘুরে
এসে বাদ সাধে

স্মৃতির চাপে জীবন
হয়ে যায় পিষ্ট
অনুভূতি গুলো লাগে
তখন ভীষন নিকৃষ্ট

অনুভূতি ছাড়ে না
জীবনের পিছু
তোমাকে বলার ছিলো
না বলা অনেক কিছু। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     like!

বাস্তব উক্তি সংকলন

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

গত কয়েক দিনের কিছু সেরা উক্তির সংকলন:-
১.এক বিখ্যাত বিড়িখোরের উক্তি

" সিগারেটের নাম রয়েল, বড় ভাই রয়েল মানে রাজকীয়। কিন্তু রাজকীয় নামের বিড়ির দাম এই দেশে সবচেয়ে কম। মাত্র ৫ টাকা। যেখানে রয়েল নামের সম্মান নাই, যেখানে আমি আর আপনে তো ড্রেনের পানি।"

২."ভালোবাসার আর মশার পিপাসা এই দুই জিনিসের মধ্যে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৫৫ বার পঠিত     like!

হেরে যাচ্ছি আমরা

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২০

শুক্রবার ছিলো আমার
খুব অপ্রিয় বার
কাজ থাকতো না, আর
বন্ধুরা প্রেমে ছারখার।

আমি গাড়ি দেখতাম
ফুটওভার ব্রীজের কাধে চেপে
সময় যেতো এক সময়
আমার উপর ক্ষেপে।

একা হাটতাম ফুটপাতের
ধূলাময় তপ্ত বুকে
প্রেমিক প্রেমিকা রিকশায়
অনন্ত অজানা সুখে।

আমি এখন আর
বারের হিসাব রাখি না
এখন প্রতিদিনই শুক্রবার
মানুষ জাতির হচ্ছে হার।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৭৮৮৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ