আমি তো কবিতা লিখি না,
কবিতা নিয়া খাই,ঘুমাই ,খেলি
এই সব করতে করতে
কবিতার লগে ভাব হয়
ভাবের পর হয় প্রেম।
প্রেমে মত্ত কবিতা তার
সব রহস্য খুলে ধরে আমার কাছে
অনুগত আমি কবিতার
সব রহস্য ধারন করি।
তারপর কবিতা আমার বসে থাকে
আমি কবিতা নিয়া খাই,ঘুমাই, খেলি।
কবিতা হয় পুতুল, হয় আলো ছাড়া বাতি
রহস্যহীন কবিতা হয় আত্মঘাতী।
(রহস্য ছাড়া কবিতা বইতে হউক বা জীবনে ...............সব সময়ই বিষাদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


