জ্যোছনার হাসপাতালে শুয়ে দেখছি
প্রতিমার মত মুখ নিয়ে তুমি দাঁড়িয়ে
আছো আকাশের নীল বারান্দায়।
মেঘের বীণা জীয়নমন্ত্রের মতো উচ্চারণ
করছে শুধু তোমার নাম।
আমার এ দর্শনের কোনো বিগগাপন হবে না কোনকালে।
তাকিয়ে তাকিয়ে দেখা হয়ে গেলো
তোমার চোখগুলি একটি দীঘি-
সেখানে জাল ফেলি আর তুলে নেই
কবিতার জন্য অক্ষর।
বুঝি, এ অক্ষর দিয়ে কবিতা হবে না লেখা,
লেখা হবে শুধু তোমার নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




