১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ এ আসলে কিছুই হয়নাই। শেখ মুজিব শাসনের ব্যর্থতা ঢাকতে নাটক করে ভারতে পালিয়ে যায় সপরিবারে। কেউ শেখ মুজিবের লাশ দেখছে? কয়জন ছিলো তার জানাযায়? সে কি আসলে সেদিন মারা গেছিলো কীনা সেটা ভেরিফাই করার উপায় কী? আসলে এটা ছিলো মেটিকুলাস ডিজাইন।
গোলাগুলির নাটক করে নিরীহ কিছু মানুষকে মেরে শেখ মুজিবের পরিবার বলে চালায় দেয়া হইছে। ভারতে দীর্ঘকাল আত্মগোপনে থাকার পর বার্ধক্যে শেখ মুজিবের মৃত্যু হয়। তার পরিবারের বাকি সদস্যরা আত্মগোপন করে আছে। শেমুর মৃত্যুর নাটক সাজিয়ে হাসিনার পুনরুত্থান এবং আওয়ামীলীগের পুনরুজ্জীবন নিশ্চিত করা হয়, কেননা তার দুঃশাসনে তার এবং আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছিলো। মৃত্যুর নাটক করে সেটাকে ট্যাকেল দেয়া হয়।
পুরা নাটকটা সাজায় র। শেখ মুজিবসহ তার পরিবারের সেফ এক্সিট দেয় তারা। ভারতে একটি বাড়িতে হত্যাকাণ্ডের ছবি তৈরির জন্য শ্যুটিংও করা হয়। শেখ হাসিনার ভাইদেরকে শেখ হাসিনা ফিরে আসার পর নিজেই র কে দিয়ে হত্যা করেছে, যাতে আওয়ামীলীগ এবং বাংলাদেশের শাসন ক্ষমতায় তার একক আধিপত্য থাকে।
মুল লেখা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


