অবশেষে সামু যেন পর্ণ সাইটই হতে যাচ্ছে!!!
নতুন একটা নিক দেখলাম কি সব বাজে ছবি কমেন্ট করছে তো করতেই আছে। পর্ণ সাইট বানাতেই যেন এগুলো করা। নিঃসন্দেহে শূকরের বাচ্চাটা একজন পেইড ব্লগার। কারো কাছ থেকে টাকা খেয়ে সে ময়দানে নেমেছে।
সামু করছেটা কি? মাথায় আসছে না।
আমি মনে করি,
এখন নতুন নিক খোলার সিস্টেমটা অফ করে দিতে হবে।
যদি তা না করা হয় তবে নতুনদের পোস্ট করার সিস্টেম বন্ধ করতে হবে। সেই সাথে মন্তব্যও যেন না করতে পারে সে ব্যবস্থা নিতে হবে। মন্তব্য করতে পারলেও তাঁদের মন্তব্য যেন ঝোলানো থাকে। মানে যাতে প্রকাশ না করা হয়। তাঁদের মন্তব্য রিভিউ করে তবেই যেন এপ্রোভ করা হয়।
এই দুর্নীতির যুগে, এই অন্ধকার সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে, কিছু কঠোর সিদ্ধান্ত না নিতে পারলে তবে আমাদের আজকের দুর্দিনটা কাটিয়ে ওঠা দুঃসাধ্য হয়ে পড়বে। হয়তোবা আর কখনো সম্ভবই হবে না।
সো, সামু কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং ব্লগ রক্ষার প্রয়োজনে যেন প্রয়োজনীয় ও কঠোর সিদ্ধান্ত নেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


