গেলাম এবং গিয়ে দেখলাম সে এক বিশাল রাজবাড়ি। রাজবাড়ি যে আগে দেখিনি তা নয়। ময়মনসিং রাজবাড়ি দেখেছি। কিন্তু এ তার চাইতেও বড়। বিশাল ব্যাপার। ভেতরে কম করেও সম্ভবত ৮ টি উঠান গোণা যায়। বিশাল কারুকাজ করা পিলার এবং বিশাল দিঘী। নিজেকে রুপকথার রাজকন্যা মনে হলো।
কিন্তু আমাকে বেশী ভেতরে যেতে দেয়া হলনা কারন ছাদ ভেংগে পরতে পারে এবং ভেতরে হেরোইন ও গাঁজার আখড়া। বেশির ভাগ দরজা, জানালা, ছাদের কড়িকাঠ এমনকি ইট পর্যন্ত খুলে নিয়ে গেছেন হেরোইন সেবকরা ( গরিব লোক যারা খেতে পায়না তারা নয় কিন্তু)।
সেসব সময় লোকে জুতা খুলে এবং ছাতা বন্ধ করে রাজবাড়ির সামনে দিয়ে যেত। একটা টাওয়ার আছে যেখনে পাহারাদার বসে পর্যবেক্ষন করতো এসব আর পাহারা দিত লাইট ঘরে বসে। আহ্ আরো কতো গল্প সেখানে ছড়িয়ে আছে !!!
কেন আমাদের সরকার এসব সংরক্ষণ করেন না? এসব কে ঘিরে কত গল্প ইতিহাসে আছে। কেন এসবের যত্ন নেয়া হয় না। সরকার কিন্তু এসব থেকে আয়ও করতে পারেন এগুলোর সংরক্ষণ করে। আমরা আমাদের সম্পদ গুলোর আরেকটু যত্ন নেবার পদক্ষেপ নিয়ে দেশটাকে আরো সমৃদ্ধ করতেই কিন্তু পারতাম।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


