বছর ঘুরিয়া ফিরে এলো আজি আবার সেই দিন
বাংলা সাহিত্য অভিভাবক হীন হয়েছিল যেদিন .
তোমারি স্মরণে আখিজল আজ পায় না কোনো কূল
তুমি আজ নেই আছে তোমার বর্ষা আর কদমফুল
কদমের বনে জোস্নার রাতে আনমনা আজ মন
হাজার বছররের শ্রেষ্ঠ বাঙালি ছিলে তুমি হুমায়ুন
পাঠকের মনে রবে তুমি চিরদিনই অমর অম্লান
জোসনা আর বর্ষারমেঘে খুঁজে পাই তোমায় দিনমান
তোমারি কলমে তৃষিত হৃদয়ের ঘুচিত হাহাকার
সুখ নদীতে ভিজে মন পড়িয়া তোমায় বারেবার
হিমু যে আজ করে না আর মনে যাহা তার লয়
চশমার ফাকে নিস্পাপ চোখে শুভ্র নাহি যে আর চায়
এভাবে না গেলে কি হত না কাটিয়্র সকল মায়া
কায়াহিনের কায়ার মত পিছু ছাড়ে না তোমার ছায়া
মৃন্নয়ী কাঁধে, জগলু কাঁধে ,,কাঁধে যে মিছির আলী .
..মুছবে কিসে জল কারো যে নেই তিথির নিল তোয়ালে .
নিদ্রায় তুমি তবু জাগ্রত কোটি বাঙালীয় মনে ........
.কি বাধনে তুমি বেধেছ মোদের তব হৃদয়ের সনে
চিরনিদ্রায় শায়িত তুমি প্রিয় লিচুর ছায়ায়
নুহাশ পল্লীর মাটি তোমায় জড়িয়েছে গভীর মায়ায় .
সৃষ্টিকর্তা রাখুক তোমায় তার ভালবাসায় বাঁধিয়া
বাংলার পাঠক তোমায় স্মরিবে স্মীয় অশ্রু দিয়া
যেথায় থাক যেভাবে থাক থাক তুমি চিরসুখে
হুমায়ুন তুমি রবে চিরদিন আমাদের ভালবাসাময় বুকে
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ ভোর ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




