![]()
গর্জিয়াস লাল লিপস্টিক, সঙ্গে আকর্ষনীয় ঠো্ট- এই নিয়ে একটি দুর্লভ ফুল Psychotria elata সাইকোট্রিয়া এলাটা। একটি গ্রীষ্মমন্ডলীয় ফুল যা মধ্য ও দক্ষিন আমেরিকার কিছু দেশ কলম্বিয়া,কোস্টারিকা,পানামা ও ইকুয়েডর এ পাওয়া যায়।
![]()
![]()
একে হুকার'স লিপ বা হট লিপ প্ল্যান্ট নামেও ডাকা হয়। এই গাছের ফুল পরাগায়নে্র জন্য হামিংবার্ড,প্রজাপতিকে আকর্ষন করতে এই বিশেষ আকার ধারন করে।
![]()
তবে এই ফুল পেলে তাকে খুব দ্রুত সম্ভব চুমু দিয়ে দিতে হবে কারণ কিছুক্ষনের মধ্যেই এটি তার ফল প্রস্ফুটিত করে
![]()
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



