প্রিয় ভাইজানরা,
ধরেন আপনি ১৯৯৭ সালে একটি মোবাইল কিনেছিলেন। যার নাম্বার ০১৭-৭৮৬৭৮৬
পরবর্তীতে যা নতুন নাম্বার যোগ হয়ে
০১৭-১১-৭৮৬৭৮৬ হলো।
এখন কেউ যদি
০১৭-১১-৭৮৬৫৪৩
০১৭-১২-৭৮৬৫৪৩
০১৭-১৩-৭৮৬৫৪৩
০১৭-১৪-৭৮৬৫৪৩
০১৭-১৫-৭৮৬৫৪৩
০১৭-১৬-৭৮৬৫৪৩
০১৭-১৭-৭৮৬৫৪৩
কিংবা
০১৯-১১-৭৮৬৫৪৩
০১৯-১২-৭৮৬৫৪৩
০১৭-১৩-৭৮৬৫৪৩
০১৯-৯৯-৭৮৬৫৪৩
০১৬-১১-৭৮৬৫৪৩
কে আপনি বা আমি চোর বা ছিন্তাই বলতে পারি না;
নতুন কিছু একটা বলুন।
তখনি বলতে পারতেন যদি
প্রথম আলো ব্লগে, স্যামহোয়ের ইন এর সকল আইডি, নিক
ইমেল এর এগিনিষ্টে বুক থাকতো।
আগে আগে আপনাদের নিক যারা নিয়েছে হয়তো আপনাদেরই পরিচিতরা।
তবে আমরা সবাই লিখিত আনুরোধ জানাতে পারি প্রথম আলো ব্লগে,
যেন স্যামহোয়ের ইন এর পুরনো আইডি নিক অনুযায়ী স্যামহোয়ের ইন এর ব্লগারদের নিক বরাদ্ধ দেয়।
এমন ও একদিন হয়তো আসবে যেদিন এসমস্যা সমাধানে, জাতীয় ব্লগার এসোসিয়েশনে ইউনিক নিক রেজিষ্টার করতে হবে।
নিক নিলামে উঠবে,
থানায় জিডি হবে, মামলা হবে,
উকিল রা আরো মোটাতাজা হবেন,
গন্ডগোল হবে, মস্তান হুমকি দিবে।
র্যব অভিযান চলবে,
রাজনীতিবিদ নিক বরাদ্ধের অংগীকার করবে,
ইলেকশন হবে, টাকা উড়বে বাতাসে- রাতের আধাঁরে।
টাকা আবার টাকা,
দুর্নিতি হবে।
চলবে চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



