এতো নিষ্ঠুর কেন তোমরা ?
মানবতা যেন নিষ্প্রভ বাতি
লাশের আঁশটে গন্ধে বাতাস ভারি
ডরে-ভঁয়ে বিধাতায় ডাকি দিবা-রাতি।
মেশিন গানের মুহুর মুহুর গুলি
আর বোমায় ক্ষত-বিক্ষত প্রান
ভঁয়ে ভঁয়ে মুখে খিল
যে যাবে যাক, খোদ যেন রই অম্লান।
শেষ নয় শেষ নয় কাপ্তান
এই যে কেবল যাত্রা শুরু
আমি যাব, আমরা যাব
তোমার পালা আসলো বলেই গুরু!

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


