অনেক পুরোনো একটা লিখা পড়লাম, ২০০৮ এর।
শিরোনাম : "আসুন আমরা সবাই যুদ্ধাপরাধীদের ঘৃণাভরে না বলি"
কিন্তু কষ্ট লাগছে এই না বলার অধিকারটাও আমার নেই (জানিনা মডারেটর ভাই ও আপারা কবে আমাকে সেই অধিকার দেবে)। আমি একজন মুক্তিযোদ্ধার কন্যা। আমার রক্তের প্রতিটি কনা উদারা, মুদারা পেরিয়ে তারায় পৌছে গিয়েছে না না না বলতে বলতে। কিন্তু আমি বলতে পারছিনা ।
যারা এই মাটির স্বাধীনতা চায়নি, যারা আমার মা বোনকে তুলে দিয়েছিলো হায়নাদের হাতে, বাংলার মাটিতে তাদের দাঁড়িয়ে থাকার আদৌ কি কোনো অধিকার আছে?
বাংলার কোটি জনতা যাদের কখনই ক্ষমা করবেনা তাদের রাষ্টীয় ক্ষমা দেয়ার অধিকার কারো নেই।
কাদের ক্ষমা করব? কেনো ক্ষমা করব? তারা কি পারবে আমার ভায়ের প্রাণ ফিরিয়ে দিতে , আমার বোনের সম্ভ্রম ফিরিয়ে দিতে,আমার বাংলা মায়ের সারা দেহে যে রক্তের ছোপ, সে দাগ মুছে দিতে?
যদি নাই পারে তাহলে কোনো ক্ষমা নয়।
তাদের জন্য
না
না না না
না না না না না
না না না না না না না
। ।
। ।
। ।
না না না না না না না না না না না না না না না না ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



