একদিন-দুইদিন-তিনদিন, আমি প্রতিদিনই দেখি রক্ত স্বপন
টকটকে গাড় লাল বিকেলের সূর্যের মত রক্ত।
চোখ বুজলেই এক সুমুদ্র রক্তের প্লাবণ
আমাকে ভাসিয়ে নিয়ে য়ায়।
কানে বাজে চাপাতি রামদার ঝনঝনানির আওয়াজ।
প্রচন্ড ভয়ে চিতকার করে জেগে উঠি
ঘামে ভেজা কম্পমান শরীরে
দু‘চোখের পাতা এক করার সাহস হয় না।
নির্ঘুম রাত জোতসনার সাথে জেগে থাকি
আমি প্রতিদিনই দেখি রক্ত স্বপন।
08/08/2015

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


