
#হাসিনা৩৬জুলাই — জাতির আত্মজিজ্ঞাসার দিন
৩৬ জুলাই আজ কেবল একটি তারিখ নয়, এটি একটি প্রতীক — আত্মত্যাগ, রাষ্ট্রযন্ত্রের দুর্বৃত্তায়ন, এবং জনগণের ঘৃণাভরা প্রশ্নের দিন।
"একটা বছরও পার হয়নি" — এ কথাটি মনে করিয়ে দেয়, রাষ্ট্রের ভিতরে যতটুকু প্রতিজ্ঞা ছিল পরিবর্তনের, তার কতটুকুই বা পূরণ হয়েছে? শহীদদের রক্ত কি কেবল পোস্টারে, ব্যানারে, অথবা সামাজিক মাধ্যমের আবেগেই সীমাবদ্ধ?
"বিভেদ আর ক্ষমতার লোভ" — জাতির সবচেয়ে বড় ব্যর্থতা এখানেই। আন্দোলনকে কেন্দ্র করে যারা নেতৃত্বের দাবিদার, তাদের চেহারায় জনগণ খুঁজে পায় না সেই আত্মত্যাগের ছায়া।
" আবু সাঈদ, মুগ্ধ নাফিসা, সৈকত " — এরা কেবল নাম নয়, তারা বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র বা তথাকথিত পরিবর্তনকামী নেতৃত্ব এই নামগুলোকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে কি?
"রাষ্ট্রযন্ত্রের স্বচ্ছতা নেই" — প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ — কোথাও জনআস্থার ছায়াও নেই। এখানেই প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?
শেষ প্রার্থনা — “আল্লাহ হেদায়েত দিন” — যখন রাজনৈতিক নেতৃত্ব ধোঁকা দেয়, তখনই জনগণ আল্লাহর দিকেই ফিরে তাকায়। এই হেদায়েতই হোক ভবিষ্যতের পথ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



