অবশেষে সার্চ দেখলুম।সার্চ নিয়ে বড়সড় কিছু লেখার প্ল্যান আছে।আজ একটু ব্যস্ত।আজ তাই সার্চ এর কিছু ডায়ালগ যা এরি মধ্যে লোকের মুখে মুখে ফিরছে,কালে কালে যেগুলো হয়তো অমরত্ব পাবে
#আমার নাম ফিফটি-ফিফটি।ফিফটি পারসেন্ট কাজ আমি নিজে করি,বাকি ফিফটি পারসেন্ট করে ওরা দুই জন(ভাইজান কি কামকাজেও এই নীতি মেনে চলেন?
#আমার জন্য একটা সুন্দরী মেয়ে কষ্ট পাবে এ আমি কিছুতেই হতে দিতে পারি না(অনন্ত)
#সুন্দরী মেয়েদের সাথে ভদ্র ব্যবহার করতে হয়(অনন্ত)
#পোফেসনালদের পেচন থেকে গুলি করা মানায় না মাশ-তার(অনন্ত)
#একজন সুন্দরী মেয়ে কিছু জিজ্ঞাসা করলে তার উত্তর দেয়া ভদ্রতা(এলিসা)
#ওরে ফিফটি,আমার বুকে আয়,কতদিন তোকে বুকে নেই না রে ফিফটি(জাবেদ)
#যেদিকেই যাই,ম্ত্যু আমার সুনিশ্চিত।তাই যাওয়ার আগে আরেক নায়িকারে গুল্লি মাইরা গেলাম(এডিটিত---রাহা)
#আপনারা আমাকে যা ভাবছেন আমি আসলে সেরকম মেয়ে নই।আমি ভদ্র ঘরের মেয়ে।(এলিসা)
#আমি তিন মআস কোমায় সিলাম।(অনন্ত)
#u distroy(destroy) my country and I will distroy(destroy) u.(অনন্ত)
#আমার নাম হাসান,মাহমুদ হাসান(কেউ এর সাথে My name is Bond.James Bond এর মিল খুঁজতে জাবেন না
#চোখের ও ইশারায়,হাজারো বাহানায়---পেয়ে যাবে হ্দয়ের খোঁজ---I am searching for my love(ক্লাসিকো গানের ক্লাসিকো লাইন)
#দিনেতে সূর্য ভালো,চান্দের ই আলো নয়,রাতেতে চাঁদ যে ভালো সূর্যের ই আলো নয়...কেনো যে লোকে বলে পিরিতি ভালো নয় ভালো নয়(আরেকটি ক্লাসিকো গান)
আজ এ পর্যন্তই।আপনাদের যদি আরো কোন ডায়ালগ মনে থাকে ত add করতে পারেন।
শেষ করছি এ মুভি টি নিয়ে আমার এক বন্ধুর মতামত দিয়ে---"যার জীবনে এক টুকরা সুখ ও নাই,সেও 'খোঁজ-The Search' দেখে হাসি আটকে রাখতে পারবে না...100% entertainment"
So,guyz,have fun...
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




