
পড়িতেছিলাম রাত্রিকালে, হঠাৎ শুনিয়া ধ্বনি
চাচাজান কহিলেন মোরে, কই ময়লার ঝুড়ি?
বলিলাম, বাহিরে তাহা রাখিয়াছে বুয়া,
চাচা বলিলেন, ঘুম আসিতেছেনা তাহা ছাড়া!
প্রশ্ন করিলাম, কেন? শুনে মোর ঘন স্বর;
চাচা শুধাইলেন, প্রত্যহ তাহা যে থাকিত রুমের ভেতর!
গন্ধ পাইয়া তাহার, ঘুম নামিত দু’চোখে –
আজ তাহা বিহনে ঘুম যে গেল দোযখে!
হাকিয়া বুয়াকে; কহে চাচা – কি হে বুয়া
ময়লার ঝুড়ি, কোথায় গেল আজ খোয়া?
শুধাইল বুয়া, বাহিরে তাহা রাখিয়াছি আজ,
চাচা বলিয়া ওঠে, তাহাইত চোখে পড়িল বাজ!
ঘুম যে আজ আসেনা দু’চোখে,
যাও এক্ষুণি ঝুড়ি আনিয়া রাখো রুমে!
ঝুড়ি আনিবার পর; কথা নাই কাহারো মুখে,
ভাবিলাম আমি; সব কীর্তিকলাপ মানুষই সহে!
এতদিনের অভ্যাস কি আর ছাড়া যায় একদিনে,
ময়লার ঝুড়ি আনিবার পরই যে নিদ এল ঐ দু’নয়নে!
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



