নিশিরাত প্রতিদিন; যাই আসে মনে -
মন হয় ক্ষীণ, এই বুঝি আঁধারের বুকে
হব আমি লীন!
পৃথিবীর এত মায়া, এত স্নেহ
কাটাতে পারেনা কেহ -
সকলেরই আছে টান,
সব জীবেরই অধিক প্রিয়
নিজের আপন প্রাণ!
আমার এই মন দেইনা কিছুতে,
চলে যেতে কভু সায়;
তবুও তো মোরে চলে যেতে হবে
এ পৃথিবী ছাড়ি হায়!
স্মৃতি রবে মোর ক'জনার মনে,
যারা ছিল মোর খুব আপন -
দু'দিন পরে ভুলে যাবে সবই
নেবে না কভু স্মরণ!
তবুও তো মোর স্মৃতি রয়ে যাবে
কিছু কথা আর কবিতায় –
এমনি করে; হয়ত নীরবে,
নেব আমি চিরবিদায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



