রাবির নাসিম মারা যাওয়ার খবর যখন প্রথম আলোর প্রথম পাতায় আসেনি সেদিন থেকে অনুমান করছিলাম কিছু একটা হইব ।আবার মতি ভাইয়ের চুশীল খেইল দেখন যাইব।এবং তাহা দেখিলাম।
অবশেষে প্রথম আলোর মতি ভাই নিজের ভুল (?)স্বীকার করলেন।তবে এই স্বীকার করাটাও হয়েছে পুরা চুশীল কায়দায়।ওয়ান ইলেভেনের পর মতি ভাই তিন উদ্দীনের মুরিদ হয়ে কত কি করলের কিন্তু ভুল স্বীকার করার বেলায় ব্যাবহার করলেন আমাদের ।ইনকিলাবের সাথে প্রথম আলোর মিল হচ্ছে চরম বেহায়াপনা আর সুবিধাবাদী ভোগী নোংরামী।
বিডিআর বিদ্রোহের সময় মতি ভাইয়ের পত্রিকা ১০ট্রাক অস্ত্র নিয়ে ব্যস্ত।
চবিতে ছাত্রলীগের পুলারা কামড়া-কামড়ি করছে আর মতি ভাইয়ের পত্রিকায় সেইটা অন্য দলের উপর চালিয়ে দিল।
টিফাইমুখ ইসুৎতে মতি ভাইয়ের কোন বিকার নাই কিন্তু ঢাকা বাচাও নদী বাচাও লাইভ অনুষ্টান কইরা কত নাটক।ওহে মতি ভাই দাদারা যদি পানি আটকায়া রাখে নদী কি মানুষ হিসু কইরা ভইরা দিয়া বাচাইব?
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




