লোডশেডিং হয় ,কারণ জামাতের নেতা কর্মীরা নাট বল্টু খুইল্যা নেয়,ছাত্রলীগ ধর্ষন শেষে ভিডিও করে বাজারে ছাড়ে সেই,ছাদ থেকে ফেলে দেয় ,নিজেদের মধ্যে কামড়া-কামড়ি করে সেইজন্যও জামাত দায়ী।নাস্তিকতার বিকৃত মানসিকার প্রতিবাদ করলে সেও হইয়া যায় শিবিরের ছাগু।কারুরে গালি দেওয়ার ধরকার সেইজন্য জামাতকে ব্যবহার করা ধরকার।তাইলে গালিটা যায়েজ করতে সুবিধা হবে।
শিরোনামের অংশ একটু আগে মুছে দেওয়া একটি পোস্টের অংশ বিশেষ।লেখাটির মুল বিষয় ছিল ইসরাইলের দালালী করা ।আর সেই দালালী করতে গিয়ে এইখানেও জামাত কন্যাকে ব্যবহার করা হয়েছে।
১৭ ।০২ রা জুন, ২০১০ দুপুর ১২:৫৯
জ্বীন বলেছেন: @ মিখাইল জাবির বলেছেন: আজাইরা পোস্ট ব্লগের পরিবেশ নষ্ট করছে। ইসরাইলের ব্যপারে আপনার মন্তব্য কি ? নাকি আপনিও ইউ এস-এর মত ইসরাইলের ব্যপারে অন্ধ !! আইপেকসহ ইসরাইলি লবি ইউ এস-এ কন্ট্রোল করে । তা আপনার বিষয়টা কি ?
।০২ রা জুন, ২০১০ দুপুর ১:০৪
দেশী পোলা বলেছেন: আমি ইসরায়েল-এর সাপোর্ট করি, রাজাকারের বেডি ইসলাম নিয়া ফাল মারুক, ওর বাপে যখন মুসলিমদের মারছে, তখন ইসলামী ভাতৃত্ববোধ কই আছিল?
এবং সেই পোস্টে একজন আনন্দ প্রকাশের নুমুনা দেখেন
শয়তান বলেছেন: মড়া মানুষের ফটো দেখাইয়া সহানুভূতি আদায়ের চেষ্টা বাদ দাও, প্যালেস্টাইনীরা ১৯৭১ এ বাংলাদেশের মড়া লাশগুলার লাইগা যেন কত চোক্ষের ফালাইছে? --- দ্যাটস এ গ্রেট বটমলাইন । হ্যাটসঅফ ব্রাদার
আরো অনেকেই সেই পোস্টে বেশ উল্লাশ প্রকাশ করেছেন।অপ্রিয় হইলেও সত্য যে এরাই আবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার।অথচ এরা ঈসরাইলী সন্ত্রাসীদের করা হত্যা ধর্ষনকে সমর্থন দিচ্ছে । এইসব দুমুখী সাপরা যখন ধর্ষন,হত্যার বিচার চায় তখন বড়ই লজ্জা লাগে।
এইভাবে জামাতের নাম বেইচ্যা আর কত দিন?কাপুরুষের মত জামাতকে ব্যবহার না করে পাকিদের দালালরা যেমন প্রকাশ্যে দালালী করছে তেমনি প্রকাশ্যে ঈসরাইলের দালালী করলেই তো হয়।
সব কথার শেষ কথাঃ জামাত বেচেঁ ধর্ম আর এইসব দালালরা বেঁচে জামাতকে ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




