গতকাল আলেম সমাজ এ মতামত সরকারকে জানিয়েছেন। দুঃখজনকভাবে নাস্তিক এবং বিধর্মীদের আক্রা হিসাবে পরিচিত এই ব্লগটিতে আল্লাহর আইনকে সরাসরি উপেক্ষা করা হইচ্ছে। আলেম এবং ব্লগারদের ৪ টি দাবী অবিলম্বে পূরন করতে হবে। নতুবা মুসলিম ব্লগাররা একদফার দাবিতে গেলে কিছু করার থাকবে না।
দাবীসমুহঃ
১। পুরুষের যোগ্যতা মহিলার চেয়ে বেশী। সুতরাং কোন মহিলা মডারেটর দিয়ে পুরুষ ব্লগারদের পোস্ট মডারেট করা যাবে না। পুরুষলিখিত আপ্ত্তিকর পোস্ট মডারেট করতে অবশ্যই পুরুষ মডারেটরের সাহায্য নিতে হবে।
২। মহিলাদের জন্য আলাদা প্রথম পাতা করতে হবে। পর্দানশীন মহিলারা ওখানে ব্লগ করবেন। কোন পুরুষ ব্লগার ঐ পাতায় এক্সেস পাবে না।
৩। মহিলা ব্লগাররা পুরুষ ব্লগারদের পোস্টে সীমিত মন্তব্য করতে পারবেন। ধন্যবাদ, ভালো হয়েছে, সুন্দর পোস্ট এসবের বাইরে কোন মন্তব্য করা যাবে না। করলে তাৎক্ষনিকভাবে তার একাউন্ট বাতিল করতে হবে, এবং অভিভাবকদের এবং স্থানীয় আলেমসমাজকে জানাতে হবে।
৪। মহিলা ব্লগাররা প্রেম ভালোবাসা সংক্রান্ত পোস্ট করা বা এরকম পোস্টে মন্তব্য করতে পারবেন না। ইদানিংকালে লক্ষ্য করা গেছে বেশ কিছু মহিলা বা মহিলা নাম্নি কিছু ব্লগার এরকম পোস্ট দিয়ে পরিবেশ দুষিত করছেন।
এছাড়া অবিলম্বে উমমু আব্দুল্লাহকে ফিরিয়ে আনতে হবে। উনি মহিলাদের মডেল ব্লগার হবেন।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




