কালচে আভার মধ্যে ধীরে ধীরে সেই আমার জন্যে গান ধরে ,
আদর স্পর্শে নিস্তিব্ধ মায়ায় তার ছোয়া আমাকে পিছিয়ে নিয়ে যায় , মেঘলা আকাশ কাদছে আমায় সুরের কাচে বাধছে আমায় ,
সাদা কাল বোতাম গুলো আর আমার কবিতার ডায়েরী ,এক অনন্য যুগলবন্দী ,
যখন আমার হৃদয় আনাবাদী হয় ,আবেগ গুলো এক সমুদ্র ঢেউ হয়ে ,
অনূভুতি গুলো রঙ্গহীন হয়ে মনের দেয়ালে কার যেনো ছবি হয়ে ,
তুমি আমার পিয়ানোলিকা আমার অমর নিশীতাড়িতা ,
আমি ঘুমহীন কল্পনায় তোমার কোনো এক আভাসের তাড়নায় ।
https://www.facebook.com/pianolovershere?ref=hl

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




