উমরা করার উদ্দেশ্যে বাসে মক্কার দিকে যাত্রা শুরু করেছি। সহযাত্রীদের কেউ কেউ কুরআন পড়ছেন। কেউ কেউ নিজেদের মাঝে আলাপচারিতায় মত্ত। আমার সামনের কয়েকটা সীটে একই পরিবারের কয়েকজন যাত্রী বসেছেন। সবকিছু ভালই যাচ্ছিল। হঠাৎ ই সেই পরিবারের মাঝে কিছুটা উত্তেজনা দেখা দিল। ড্রাইভারকে ঐ পরিবারেরই অভিভাবক প্রশ্ন করছেন সামনে কোন হাসপাতাল আছে কিনা। ড্রাইভার বলল ৫০/৬০ কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে। তখনও আরবি অতটা ভাল বুঝিনা। ড্রাইভার বাস থামিয়ে জিজ্ঞেস করলেন গাড়িতে কোন ডাক্তার যাত্রী আছেন কিনা। বুঝতে পারছিলাম সম্ভবত পরিবারটি কোন হেলথ রিলেটে জটিলতায় পড়েছে। তখনও ড্রাইভারকে কিছু না বলে সেই অভিভাবক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কি সমস্যা? এরপর কিছু হৈ চৈ এবং কান্নাকাটি শুরু হল। আমি সীট থেকে ঊঠে সামনে এগিয়ে গেলাম। একটা মেয়েকে নিয়ে জটলা, চোকিং হয়েছে। শ্বাসনালিতে খাবার আটকে গেছে। মুখ দিয়ে লালা পড়ছে। এবার পরিচয় দিলাম আমি ডাক্তার। কারণ এই রোগীর এই মূহুর্তে চিকিৎসা প্রয়োজন, দেরি করার উপায় নেই। মেয়েটার হাজব্যান্ড বলল ইনি আমার স্ত্রী গলায় খাবার আটকে গেছে, প্লীজ আমাদের হেল্প করুন। তো জিজ্ঞেস করলাম উনার কোন অসুস্থতা আছে কিনা? মেয়েটির মা বলল ও সুস্থ, কোন রোগ নেই তবে প্রেগন্যান্ট। ওদের বললাম রোগীকে দাঁড় করান। এরপর হাইমলিক ম্যানুভিয়ার এপ্লাই করলাম। তিন চার থ্রাস্ট দেয়ার পর একটা ছোট আপেলের টুকরা বেরিয়ে এল। রোগী সশব্দে শ্বাস নিল। এরপরও আরও কিছুক্ষণ কান্না চলল। এটা ছিল স্বস্তির কান্না। মেয়ের বাবা জিজ্ঞেস করলেন আপনি কোন হসপিটালে কাজ করেন? আমি বললাম আমি রিয়াদের হাই-আস-সুলাই হেলথ সেন্টারে কাজ করি। ঊনারা বারবার কৃতজ্ঞতা জানালেন। এরপর মক্কা পৌঁছে যে যার পথে চলে গেলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




