৪৫ বছর বয়ষ্ক জনৈক রোগী এসেছেন ব্লাড রিপোর্ট নিয়ে। তো জিজ্ঞেস করলাম এই রিপোর্ট কে করতে বলেছে? তিনি উত্তর দিলেন আমি যেখানে থাকি সেই এলাকার ডাক্তার। জিজ্ঞেস করলাম কোন এলাকায় থাকেন? সে জানালো গাজিপুর থাকে তবে ব্যবসার কাজে আমাদের কাছাকাছি কয়েকদিন তাকে থাকতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম ঐ ডাক্তারকে কেন দেখাচ্ছেন না? তিনি বললেন দেখিয়েছি কিন্তু উনি আমাকে রক্তের ডাক্তার দেখাতে বলেছেন। তো আমি বললাম আমি তো রক্তের ডাক্তার নই। সে বলল আমি জানি, কিন্তু আপনি আমার রিপোর্ট টা দেখে দেন। যদি আপনিও বলেন আমি রক্তের ডাক্তারের কাছেই যাব। তো তার ব্লাড রিপোর্টঃ
Hb% 18 (normal 12-16)
WBC count 13 (normal 4-11)
Platelet count 500 (normal 150-400)
রিপোর্ট দেখে জিজ্ঞেস করলাম কয় প্যাকেট করে সিগারেট খান আপনি? রোগী বলল আপনি কি করে জানেন আমি সিগারেট খাই? আমি তো আপনাকে বলিনি যে আমি সিগারেট খাই। তো বললাম ঠিক আছে আপনি রক্তের ডাক্তার দেখান। সে বলল আমি সিগারেট খাই কিন্তু আপনি কি করে জানলেন যে আমি সিগারেট খাই? সিগারেট খেতে খেতে সেকেন্ডারি পলিসাইথেমিয়া বানিয়ে ফেলেছেন আর বলছেন আমি জানবোনা আপনি সিগারেট খান? উনি বললেন আমি কথা দিচ্ছি খুব শিঘরিই আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। আমার রিপোর্টে কি ব্লাড ক্যান্সারের কোন লক্ষন আছে? বললাম না নেই। কিন্তু আপনার রক্ত খারাপ হয়ে যাচ্ছে। আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে, হার্ট এটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে এই সিগারেট খাওয়ার কারণে। রোগী বলল আমি দুই সপ্তাহের মধ্যে সিগারেট সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনার সাথে দেখা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তার সহায় হোন।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




