শুধু ফজরের নামাজ কেন বলুন তাহাজ্জুদও কখনো মিস্ হয়না। আসলে শেখের বেটি হাসিনা মনে হয় মানুষের সেন্টিমেন্ট আদায় করার জন্য নামাজ পড়েন? নামাজ পড়লে এটা কাউকে বলতে হয়না। আপনার মুখে আর আপনার নেতাকর্মীর মুখে ফজরের কথা শুনে মনে হয় বাংলাদেশে আপনিই শুধু ফজরের নামাজ পড়েন। দেশের ধর্মপ্রান সাধারন মানুষের ধর্মিয় অনুভুতিকে কাজে লাগিয়ে ভোট আদায় করার রাজনিতি কিন্তু মানুষ এখন বোঝে।
▬▬►আপনিতো সেই পাপিষ্ঠা যে কিনা নিয়মিত নামাজ পড়ে বলে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছুড়ে ফেলে দিয়েছেন।
▬▬►যিনি কলকাতায় গিয়ে কপালে সিঁদুর মাখেন তার মুখে'ও ধর্মের কথা মানায়না।
▬▬►যার ছেলে ইহুদীর মেয়ে বিয়ে করে তার মুখে'ও ধর্মের কথা মানায়না।
▬▬►আপনি ফজরের নামাজ পড়ে আমার দিনের কর্ম শুরু করেন বটে কিন্তু সেটা জনগনের জন্য নয় । আর ফজরের পরে আপনি জবা ফুল নিয়ে যে দেবি দুর্গার আরাধনা করতে যান সেটা বললেন না কেন!!!
কথার ফুলঝুড়ী না ছুটিয়ে পারলে আমাদের জন্য কিছু করেন । একে অন্যের কুৎসা রটানো'র সংস্কৃতি থেকে বের হয়ে আসেন । তড়িৎগতিতে শেয়ারবাজারের জন্য কিছু করেন, নাহলে এইজন্য আপনাকেই ভোঙ্গা ভোঙ্গা খেতে হবে।
আম গাছে যেমন আমই ধরে জাম ধরে না তেমনি মজিবের মেয়ে মজিবের পথেই হাঁটবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




