নামাজ মুসলমানদের অবশ্য পালনীয় একিট ইবাদত । ফরজ নামাজ ছাড়াও সুন্নত ও নফল হিসেবে নামাজ আদায় করা যায়। এছাড়াও যে কেউ নামাজের জন্য যে সব সময় নিষেধ করা হয়েছে সেসব সময় বাদ দিয়ে নামাজ আদায় করতে পারে। আমার প্রশ্ন কেউ যদি এই নামাজকে তার নিজের জন্য রক্ষা কবজ হিসেবে ব্যবহার করে সে বিষয়ে ইসলামের কোন ব্যক্ষা আছে কি না ?
সম্প্রতি পল্টনে এক জামাত নেতার বাড়ীতে অভিযান চালানোর সময় দেখা যায় পুলিশ ঢুকে যাওয়া মাত্র তারা ভর দুপুরে ছাদের উপর নামাজ আদায় শুরু করেন। এসময় পুলিশ গ্রেফতার করলে প্রচার করা যাবে পুলিশ নামাজ পড়তে না দিয়ে ধরে নিয়ে গেছে।
আজ স্বঘোষিত ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে গেলেও একই পরিস্থিতি তৈরি হয় । তিনি দুই রাকাত নামাজ আদায় করার সময় চান। খবরে আরো জানা যায় গ্রেফতার হওয়ার সময় তিনি নাকি তার সাথে একটি কোরআন-শরিফ নিয়েছেন । এটার প্রয়োজনীয়তাটা কি ? তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে নেয়া হবে অনেক ভীর সেখানে ধাক্কাধাক্কিতে তার হাতের কোরআন শরীফ হাতে রাখাওতো কষ্টকর হতে পারে। না কি সেটা হওয়ানোর জন্যই এই ব্যবস্থা-
এ বিষয়ে ধর্মের সিঠক ব্যখ্যা কারো জানা থাকলে আমাকে একটু জ্ঞান দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



