মুকুল তুমি আজ বড়বেদনা দিয়েছ।
মনে করিয়ে দিয়েছ আমার পিতার কথা।
যে দুটো হাত একদিন আমাকে আমাকে আকাশে ছুড়ে দিয়ে বলেছিল নিজে উড়ে যেতে শেখ ,
সেই ওড়া শিখে নিয়ে জীবন বাতাসে ভাসতে ভাসতে কখন তাকে হারায়ে ভুলে বসেছিলাম আর মনেও পরেনা!
হে
পিতা তোমার হাতে আমাকে আবার দুহাতে টেনে নিয়ে
ছুড়ে দাও তোমার বুকের ওপর,
আমি আবার উড়তে শিখব ।
এবার তোমার অন্তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




