এবার মোবাইল ফোন প্রসঙ্গ! জাপানে এসেই প্রথম কদিন দেশে কথা বলার সমস্যায় পড়লাম! যা খরচ! ইন্টাঃ হাউজের রিসেপশনে একটা কলিং কার্ড পাওয়া যায় ২০০০ইয়েনে নিলাম, কিন্তু ১মবার কল করায় সময় কত মিনিট আছে ঐ কলিং কার্ডে শুনেতো আমি থ!!!! ২০০০ইয়েনে আমি দেশে কথা বলতে পারব মাত্র ১৭মিনিট! এবার হিসাব করুন মিনিট কত করে! যা হোক, বাসায় তাড়াতাড়ি জানালাম যে আমি পৌঁছে গিয়েছি, কোন সমস্যা হয় নাই! ৩দিনের মাথায় কলিং কার্ড শেষ হয়ে গেল! সেইসাথে ভাবনায় পড়লাম জাপানে যে সমস্ত কলিগ আর সিনিয়র ভাইরা আছেন, তাদের সাথে যোগাযোগ আর কথা বলা দরকার! আবার সেই সাথে দেশ থেকে বাবা-মা ও আত্নীয়-স্বজন যেন আমাকে সবসময় পায় এমন একটা ব্যবস্থা জরুরী হয়ে পড়ল! এজন্য মাথায় ঘুরপাক খেতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব একটা মোবাইল ফোন নিতে হবে! যা হোক আমার প্রফেসর আর টিউটরকে বললাম সমস্যার কথা! টিউটর পরের দিন নিয়ে গেলো মোবাইল ফোনের সেলস সেন্টারে! আবার সেই জাপানীজ কুতুকুতু আর পুতুপুতু! ওরা বুঝায় আমার টিউটররে আমি টিউটর বুঝায় আমারে! সে এক মহাযজ্ঞ! ২মিনিটের কথা ৩য়পক্ষ হয়ে পৌঁছতে লাগে ১৫মিনিট! হাসুন না কাদুম! যা হোক অবশেষে সেলসম্যান বুঝিলেন আমার আসার হেতু, তবে মোটামুটি বিদেশীদের জন্য যাহা নিয়ম কানুন শুনলাম তাতে বুঝলাম জিপি এদের কাছে কিছুই না! যা হোক প্রাথমিক কিছু ইয়েন জমা দিয়ে আমাকে বলা হলো ৩দিন পর আবার এসে সেট নিয়ে যেতে! এর আগে সেট চয়েস করতে গিয়ে ভ্যাজালে পড়লাম, সবকিছু জাপানীজে, ক্যাটালগ আর ডিসপ্লে ইনফো সহ! একটা চয়েস করলাম দাম মাত্র ৭৩০০০ইয়েন! অবশেষে সবচেয়ে কমদামী একটা সেট চয়েস করে আসলাম তারও দাম মাত্র ২৩৭৮৫ইয়েন! যা হোক ভাবলাম ঝামেলা শেষ, চলে আসলাম!
এরপর সেট আনার দিন আসলো, টিউটর ফোন করে জেনে নিলো যে আমাদেক ২টার দিকে যেতে হবে! গেলাম, কিন্তু সেলসম্যানের এক্সপ্রেশন ভালো মনে হল না! সামথিং গড়বড়! যা ভাবলাম তাই! আগে বিদেশীদেক জিরো ইয়েন সেট দেয়া হত, মানে আপনাকে কিছুই পে করতে হত না সেট আর কানেকশন নেবার সময়, মাসে মাসে চার্জ আর সেটের টাকা কেটে নিত, কিন্তু এখন আর সেই সুযোগ নাই! আগেই সেটের পুরা টাকা দিয়ে দিতে হবে! তো কি আর কড়া, রাজী হলাম কিন্তু এরপর মাসে মাসে কেমন পে করতে হবে, এটা নিয়ে আবারও ১ঘন্টা! কারন কিছু না থার্ড পার্টি হয়ে কথা আমার কাছে আসছে, একই নেটওয়ার্ক হলে যা সহজেই আসত!
যাহোক টাকা দিলাম, এরপর আবার বলল ১ঘন্টা পর আসতে, সেট আর কানেকশন একটিভেট করতে হবে! টিউটর চলে গেলেন সে একটু ব্যস্ত থাকায়! আমি সাথে আসা এক বাংলাদেশী ভাইকে নিয়ে ঘুরতে বেড়ুলাম ১ঘন্টা সময় কাটানোর জন্য! ফিরে এসে যথা সময়েই পেলাম ফোনটা! 3G ফোন! হাতে পেয়েই বিরক্তিটা কমে গেল! পাওয়ার পরই জাপানে পরিচিত জনকে ফোন দিলাম যে আমিও তাদের নেটওয়ার্কে চলে এসেছি! তবে এই মোবাইল অপারেটরের নাম সফটব্যাংক! বিদেশী এদের সার্ভিসই ইউজ করে কারন, এদের কলপ্লান! এদের WHITE PLAN এদের নামক একটা প্যাকেজ আছে, যা নিলে আপনি একই অপারেটরের অন্যান্য মোবাইলে রাত ৯.০০টা থেকে রাত ১.০০টা এই সমসয় বাদে কল ফ্রী! কোন ইয়েন লাগবে না! আর ৩টা ফ্যামিলি নাম্বার করলে ২৪ঘন্টা ফ্রী! ফলে আমরা যারা বাহির থেকে আসি তাদের জন্য সুবিধা অন্তত জাপানের মধ্যে পরিচিত জনদের সাথে যোগাযোগের জন্য! তবে দেশে????? ভুলেও না! ইন্টাঃ কলিং এ অনেক খরচ! এজন্য বিভিন্ন কলিং কার্ডই সেরা! এখন যে কলিং কার্ড ইউজ করছি তা ২২০০ইয়েনে দেশের মোবাইল ফোনে ৪.৫ঘন্টা দিচ্ছে!
চলবে.....!!!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫