যাযাবর আমি
নতুনের পথে নতুনের টানে
আমি ছুটে আসি বার বার ,
অবিরাম দৃপ্ত, প্রতিবার
ছুটে আসি অবসানে প্রতিক্ষার।
ছুটে আসি অবিরাম সুকুমার গানে
ছুটে আসি বার বার তোমাদের পানে।
আমি দৃপ্ত চপল যাযাবর, ছুটে চলেছি অবিরাম জীবনের পথে
ছুটে চলেছি কতো শ্যামল মরুদ্যনে, কতো রুক্ষ মরু হতে মরুময় পথের সন্ধানে।
জীবন হচ্ছে সাহারার খাঁখাঁ মরু প্রান্তর ঘিরে............।
আমি হচ্ছি তার দুর্ধষ নির্ভীক এক বৃদ্ধ যাযাবর, আমি চলেছি একা সেই পথ ধরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




