বিমুত সব অনুভূতি,
এলোমেলে কিছু চিন্তা,
প্রচন্ড কিছু আবেগ,
পওয়া না পওয়ার কিছু কষ্ট ।
যখন থাকি একা ,
যখন দেখি মেঘের বৃষ্টি হইয়ে ঝরে পরা,
যখন ঝলমলে সূর্য মাথার উপর,
যখন আমি সবের মাঝে,
যখন রুপালি জোছনা রাত,
যখন তারাই তারাই ইস্তব্ধ নিশুতি রাত
চিন্তা গুলো সব এলোমেলো
ঘুমোনো এর জেগে থাকার ...মাজামাঝি
যেনো বাঁচে থাকার সেই আকর্ষণ
শুধুই কালকে নতুন কিছু ঘটবে
তাই আজকের এই অর্থহীন বাঁচে থাকা |
......নুর
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




