কেমন আছে প্রিয়া আমার কেমন আছো তুমি
কেমন আছে সোনার বাংলা আমার জন্ম ভূমি?
আমিতো ভাই বিদেশ থাকি দেশে থাকে মন
অনেক কিছুই স্মৃতি দিয়ে করি রোমন্থন।
আচ্ছা, শোন আসল কথাই বলি
কেমন আছে মিয়া বাড়ির পলি?
এখনও কি্রিকেট নিয়ে ব্যস্ত থাকে পাড়া
সন্ধ্যা হলে আড্ডা জমে হয়ে আত্মহারা?
এখন ও কি রাজনীতিতে বন্দুকেরই জোর
পৌর সভার কমিশনার সন্এাসী আর চোর?
এখন ও পুলিশ মোরে মোরে রাবের সোরস্
রাতের বেলা সংগোপনে চোলে বোমের কোর্স?
এখোনো কি ঘুশ দিতে হয় দিতে কারেনট বিল
এক হালিতে চারটা জেনেও দেয়না তাতে মিল?
শুনলাম বড় বড় সন্এাসীরা পরছে নাকি ধরা
রাবের হাতে এক চাটিয়া সবাই সরর্হারা?
এখন ও কি দুর্নীতিতে আমরা সবার উপর
নববর্ষে নাচি আর গাই ফেলে গায়ের কাপড়?
কোনসে পোথে চলছে দেশ আর আমি
নৈতিকতা হিরার চয়েও দামি
যাই হোক
অনেক কিছুই লেখার ছিলো মন টানেনা বেশি
অনেক সময় দুঃখ লাগে অনেক সময় হাসি।
ডে-২
coming soon
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৮ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




