somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

7+ কিছু গেমস [2D Physics Puzzle গেমস]

২৫ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদে বাড়িতে চলে আসার কারণে GTA 4 নিয়ে কোন পোস্ট দিতে পারছিনা কেননা ল্যাপটপে তো আর সেটা চলবে না। তাই দুঃখিত। আমি আজকে কিছু ছোট গেম সম্পর্কে বলব।

কিছুদিন আগে আমি 3D Physics নিয়ে ঘাটতে গিয়ে চমৎকার কিছু জিনিস পেলাম আর তা হল 2D Physics Puzzle গেম। এর সাথে আমি নতুন একটা জিনিস নিয়ে খুবই ব্যাস্ত তা হল PSP SDK। যদিও সেটার দামের কারণে আমি কিনতে পারবনা তবুও আশার আলো আছে। কেননা Lua script দিয়েও PSP তে প্রোগ্রাম করা যায়। এজন্য অবশ্য Lua Player PSP তে ইন্সটল করে নিতে হয়। তবুও যায় তো। আর বড় কথা আমার Lua Script বেশ জানা আছে। আমি চাচ্ছিলাম যে PSP এর জন্য কোন Physics Engine আছে কিনা। আমি পেয়েছি তবে আমার নিজেই একটা ছোট 2D Physics Engine লেখার ভুত চেপেছে মাথায়। সেটা আবার এখন একটু দেরী হবে কেননা আমি অন্য কারণে একটু ব্যাস্ত। যাই হোক।


2D Physics Engine সার্চ করতে গিয়ে আমার পরিচয় হল Chipmunk Engine এর সাথে। বেশ ভাল লাগল। এই ইন্জিনের স্যাম্পল দেখতে গিয়ে আমি একটা ডেমো গেম পেলাম যার নাম Zany Doogle । গেমটা অসাধারন কেননা আমি পিসিতে খেলে Nintendo DSi এর মজা পেলাম। শুধু একটা লাইট পেনের অভাব বোধ করলাম। লাইট পেন থাকলে অথবা টাচ স্ক্রিন থাকলে বেশ ভাল হত। গেমটা ডাউনলোড করার সময় দেখলাম সেখানে লেখা আছে যে গেমটা Crayon Physics এর আদলে বানানো হয়েছে। তখন আমি চিন্তা করলাম এর অর্থ হচ্ছে নিশ্চই Crayon Physics নামে কোন বিখ্যাত গেম আছে যা আমি জানিনা। ব্যাস সার্চ দিয়ে সেটাও নামিয়ে ফেললাম ডেমো। এখন সেটা নিয়ে সামান্য বলিঃ


গেমটার বিবরণ দিতে যেয়ে অনেকে বলেছে যে গেমটিতে আপনি যা আঁকবেন তাই বাস্তব হয়ে যাবে। আসলে বাস্তব হয়ে যাবে বলতে তারা বলেছে ইন্টারএ্যাকটিভ হয়ে যাবে। গেমটি দেখলে মনে হয় যে কোন বাচ্চার ড্রয়িং এর খাতা। মেনু থেকে শুরু করে সব জায়গায়ই ড্রয়িং এর ছড়াছড়ি। আপনাকে গেমে ড্রয়িং এর জন্য যে ক্রোম পেন্সিল দেবে সেটা একেবারে বাস্তবের মত দাগ দেয়। আপনি হয়ত অবাকই হয়ে যাবেন। গেমের লেভেল সিলেক্ট করার মেনুতে আপনি আপনার ইচ্ছামত যা খুশি একে রাখতে পারেন। যা পরবর্তিতে গেমটা চালু করলেও থেকে যাবে। গেমে শুধু আঁকাই যায় না মোছাও যায়। পেন্সিলের রং পরিবর্তন করা যায়। যদিও সামান্য কয়েকটা রং -ই আপনাকে ব্যবহার করার জন্য দেয়া হবে। গেমে কাজ খুবই সাধারন একটা বলকে তার লক্ষ্য স্টার পর্যন্ত পৌছানো। এই পৌছাতে গিয়ে আপনাকে নানান জিনিস আঁকতে হবে। তবে চিন্তিত হবেন না কেননা তেমন কঠিন কিছু আঁকতে হবে না। গেমটা খেলতে গিয়ে আপনারও আমার মত মনে হবে যে গেমটা ট্যাবলেট পিসিতে খেললে খুবই মজা পাওয়া যেত। তবুও মাউস দিয়ে খেলেও কম মজা না। গেমটাতে লেভেল এডিটর আছে যার সাহায্যে আপনি নিজের মন মত লেভেল বানাতে পারবেন। এইখানে গেমটির ডেমো পাবেনঃ
http://www.crayonphysics.com

যেহেতু একটা গেমের কথা বললামই তাই আসুন না আরও এমন কিছু গেম সম্পর্কে জেনে নেওয়া যাকঃ


World of GOO : গেমটার নাম শুনে নিশ্চই একবার ঢোক গিলেছেন, থুক্কু ঘৃণায় থুথু ফেলে দিয়েছেন। আমার মনে হয় এমনটা না করলেও হবে কেননা আসলে তেমন কিছুই না যদিও গেমটাতে আপনাকে এক জাতীয় তরল আঠালো পদার্থ নিয়ে খেলতে হবে। সমস্যা নেই কেননা তরলটির রং কাল। তবে নামের কারণে হয়ত গেমের অনেক জায়গায় আপনার ঘৃণঘৃণ করতে পারে। তবে আমার মতে গেমটির কোয়ালিটি অনেক চমৎকার। আশাকরি আপনারাও আমার সাথে একমত হবেন খেলার পর। গেমে আপনার কাজ হচ্ছে কিছু নির্দিষ্ট সংখ্যক Goo কণাকে তাদের গন্তব্যে পৌছাতে হবে। এজন্য তাদেরকে দিয়েই ব্রিজ বানাতে হবে। গেমে Goo কণাগুলোর আওয়াজ অত্যন্ত আকর্ষনীয় অথবা মজার। এই গেমটা Nintendo DSi এ আছে। গেমটির ডেমোঃ
http://www.worldofgoo.com


Gish : এই গেমটাতে আপনাকে Gish নামক এক অদ্ভুত ধরণের থলথলে পদার্থকে নিয়ে খেলতে হবে। আপনার মাঝে মাঝে মনে হতে পারে যে আপনি Gish নামে যে ক্যারেক্টারকে নিয়ে খেলছেন সে আসলে World of GOO এর একটি Goo কণা। ক্যারেক্টারটি একেবেরে নরম হয়ে পাইপ দিয়ে নিচে নামতে পারে। বাউন্স খেয়ে লাফ দিতে পারে। আবার শক্ত হয়ে ধাক্কাও দিতে পারে। আবার নিজের দেহকে কাটা কাটা বানিয়ে কোন দেয়ালে লেগে থাকতে পারে। আপনার কাজ সামনে এগিয়ে যাওয়া এবং শত্রুকে মারা। তবে সামনে এগিয়ে যেতে আপনাকে পাজল সলভ করতে হবে। যেমন আপনি কাটাতে খোচা লাগলে আপনার লাইফ কমবে। Gish পানিতে ভাসে। এবং আপনি যাই করেন পদার্থটা থলথলেই থাকবে।
http://www.chroniclogic.com/gish.htm


Armadillo Run : গেমটাকে আমি আগে Ageia বলে ডাকতাম। কেননা গেমটায় ব্যবহৃত 3D Physics খুবই সুন্দর। এবং শুধুমাত্র Physics কে কাজে লাগিয়ে যে এত সুন্দর পাজল গেম বানানো যায় তা আগে চিন্তাও করিনি। গেমটাতে আপনাকে একটি হলুদ বলকে তার নির্দষ্ট জায়গায় নিয়ে যেতে হবে এবং নিয়ে যেতে আপনাকে দেয়া হবে বিভিন্ন জিনিস যেমন রাবার, ক্লথ, স্টিল, রকেট, দড়ি ইত্যাদি। গেমে অনেক পাজল আছে যা একটু কঠিনই লাগবে হয়ত। তবে অনেকের কাছেই মজার লাগতে পারে। গেমটিতে আপনি লেভেল এডিটরের মাধ্যমে লেভেল বানাতেও পারবেন। গেমটিতে লেভেল প্রায় ৫০ এর উপর। নেটে অন্যের তৈরী করা অনেক লেভেল পাওয়া যায়।
http://www.armadillorun.com


Algodoo : গেমটা আগে বেটা ভার্সনে এর নাম ছিল Phun যা i-phone এও বর্তমানে আছে। এটাকে গেম না বলাই ভাল। অনেকটা Physics এডিটর বললে ভাল হয়। অনেক স্যাম্পল আছে তৈরী করা। আপনি নিজে নিজের মত তৈরী করতে পারেন। এর চেয়ে বেশি কিছুই করতে পারবেননা। এটি একটি ইউনিভার্সিটির রিসার্চের প্রজেক্ট ছিল। যা বর্তমানে ব্যাবসা করছে। এটা ব্যবহার করে কোন কিছু তৈরী করা তেমন কোন কঠিন কাজ না। অনেকটা মাইক্রোসফট পেইন্টের মত সহজ।
http://www.algodoo.com


ragdollsoft.com : এই সাইটে তাদের তৈরী ৫টা গেম আছে। যেগুলো N-Ball, Ragdoll Masters, Rocky the Monkey, Super Steelball, Rubber Ninjas । সবগুলোই প্রায় Ragdoll ফিজিক্স ব্যবহার করে বানানো N-Ball ও Super Steelball ছাড়া। N-Ball টা i-phone এ বেশ জনপ্রিয়।
http://www.ragdollsoft.com

[বিঃদ্রঃ গেমগুলোর ডেমোর লিংক দেয়া হয়েছে। ক্রাকড ভার্সনও নেটে পাওয়া যায়। খুজে নিন]
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যবহারে বংশের পরিচয় নয় ব্যক্তিক পরিচয়।

লিখেছেন এম ডি মুসা, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৫

১ম ধাপঃ

দৈনন্দিন জীবনে চলার পথে কত মানুষের সাথে দেখা হয়। মানুষের প্রকৃত বৈশিষ্ট্য আসলেই লুকিয়ে রাখে। এভাবেই চলাফেরা করে। মানুষের আভিজাত্য বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য। সময়ের সাথে সাথে কেউ কেউ সম্পূর্ণ... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

বন্ধুর বউ কে শাড়ি উপহার দিলেন ব্যারিস্টার সুমন। বাটার প্লাই এফেক্ট এর সুন্দর উদাহারন।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৭



এক দেশে ছিলো এক ছেলে। তিনি ছিলেন ব্যারিস্টার। তার নাম ব্যারিস্টার সুমন। তিনি একজন সম্মানিত আইনসভার সদস্য। তিনি সরকার কতৃক কিছু শাড়ি পায়, তার জনগণের মাঝে বিলি করার জন্য।... ...বাকিটুকু পড়ুন

অধুনা পাল্টে যাওয়া গ্রাম বা মফঃস্বল আর ভ্যাবাচ্যাকা খাওয়া শহুরে মানুষ!!

লিখেছেন শেরজা তপন, ২৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০০


দেশের দ্রব্যমুল্যের বাজারে আগুন। মধ্যবিত্তরা তো বটেই উচ্চবিত্তরা পর্যন্ত বাজারে গিয়ে আয়ের সাথে ব্যায়ের তাল মেলাতে হিমসিম খাচ্ছে- - একদিকে বাইরে সুর্য আগুনে উত্তাপ ছড়াচ্ছে অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য... ...বাকিটুকু পড়ুন

×