) একবাক্যে জবাব দেবে - "বাংলাদেশ"।হ্যাঁ ভাই . . . . . বাংলাদেশ এখন মুরালিধরনের কাছে তার সবচেয়ে প্রিয় চকোলেট-এর মতই।
ভাবছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-কে একটা উপদেশ দেব। আগামীতে কোন শ্রীলঙ্কা সফর বা শ্রীলঙ্কার কোন বাংলাদেশ সফরের আগে ক্রিকেট বোর্ড যেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড-কে একটা ফর্মাল ই-মেইল পাঠায়। বিষয়বস্তুঃ মুরালিধরন দলে থাকলে আগে থেকেই ইনিংস পরাজয় মেনে নেয়া। তারপর শ্রীলঙ্কার হাতে ব্ল্যাংক চেক এর মতো একটা ফর্ম ধরিয়ে দেয়া যে, "নেন ভাই, ইনিংস ব্যবধানের পর যা মনে চায় অংক বসিয়ে নেবেন।"
ব্যান্ডদল "যাত্রী" বোধহয় শ্রীলঙ্কাকে উদ্দেশ্য করেই গেয়েছিল - "খুব, তুমি জিতস। এ্যালা ক্ষ্যান্ত দাও।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




