১. পহেলা বৈশাখ কাছাকাছি আসলেই একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় আমার ফেসবুকে। কোন বন্ধু স্ট্যাটাস দিচ্ছে মঙ্গল শোভাযাত্রা ইসলাম বিরোধী (অনেক কিছু সনাতন ধর্মের ক্রিয়ার সাথে মিলে যায়), আবার কোন বন্ধু দিচ্ছে এটা ধর্ম বিষয়ক কিছু নয়, শুধুই একটা উৎসব যা চারুকলার ছাত্র ছাত্রীদের দেখাদেখি সারা দেশে শুরু হয়েছে। আবার কেউ জানাচ্ছে, শোভাযাত্রা পর্যন্ত ঠিক আছে, তবে মূর্তি, মুখোশ, মঙ্গল কামনা, অশুভ দূর করা – এসব বিষয়ে আপত্তি (আমি ব্যক্তিগতভাবে এই দলে)...
২. আমি কারো পোস্টেই রিয়্যাক্ট বা মন্তব্য করি না। কাউকে কষ্ট দিতে চাই না বা বিরাগভাজন হতে চাই না। যাক, পহেলা বৈশাখ পার হল। এবার ফেসবুকে দেখলাম শোভাযাত্রার পক্ষের বন্ধুদের ছবি সহ বিভিন্ন স্ট্যাটাস। মনে হল, হাজার বছরের সংস্কৃতি পালন টাই মূখ্য নয়, মঙ্গল শোভাযাত্রা হয়েছেই- অনেকটা দেখিয়ে দেয়ার মত ব্যপার স্যপার...
৩. আমার ফ্রেন্ডলিস্টের মুসলিম কোন বন্ধুর বৈশাখে অংশগ্রহণ নিয়ে স্ট্যাটাস, ছবি চোখে পড়ল না। সম্ভবত রোজার কারণে। রোজা রেখে এই গরমে শোভাযাত্রায় যাওয়া অনেকটাই কষ্টের। তার উপর রোজাতে ঈদের বাজার করা ছাড়া বাইরে ঘোরাঘুরি অনেকেই পছন্দ করে না...
৪. এক বন্ধুর (সনাতন ধর্মাবলম্বী) স্ট্যাটাস টা ছিল এরকম –
সেখানে মন্তব্যকারী ৬ জনই ছিল সনাতন ধর্মের। আর রিয়্যাক্ট কারী ৪১ জনের মধ্যে ৫ জন মুসলিম ও ৩৬ জন সনাতন ধর্মের ছিল। একজনের মন্তব্য ছিল এরকম –
Thats all, your honour...
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৯